Sangeeta Phogat : যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন, এ বার বিদেশে পদক জিতলেন দঙ্গলকন্যা
কয়েকদিন আগেই যে কুস্তিগির পথে বসে প্রতিবাদে মুখর হয়েছিলেন তিনিই এ বার পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেন।

কলকাতা : কিছুদিন আগেই দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। কুস্তি সংঘের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ছিলেন। এ বার কুস্তির ম্যাটে ফিরলেন দঙ্গলকন্যা সঙ্গীতা ফোগট (Sangeeta Phogat)। ফিরেই পদক জিতলেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে কুস্তির ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সঙ্গীতা। স্থানীয় প্রতিযোগী ভিক্টোরিয়া বোরসোসকে হারিয়ে ৫৯ কেজি বিভাগের তৃতীয় স্থানে শেষ করেন। প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সঙ্গীতা (Wrestling)। এরপর ব্রোতৃতীয়-চতুর্থ স্থানের ম্যাচে নামেন। সেখানে হাঙ্গেরিয়ান প্রতিপক্ষকে ৬-২ ব্যবধানে হারান সঙ্গীতা। ব্রোঞ্জ পদক এসেছে তাঁর ঝুলিতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সঙ্গীতা হলেন দঙ্গল খ্যাত গীতা ফোগটের বোন। এর পাশাপাশি তিনি বজরং পুনিয়ার স্ত্রী। স্বামী-স্ত্রী দু’জন মিলে কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধর্নায় নেমেছিলেন বজরং ও সঙ্গীতা। সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্টে অংশ নেন সঙ্গীতা। আমেরিকার জেনিফার পেজ রজার্সের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছিলেন তিনি। তৃতীয় রাউন্ডে আমেরিকার কুস্তিগির অলিভিয়া রেয়ানার বিরুদ্ধে ১২-২ ব্যবধানে জিতে কামব্যাক করেন। এই জয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যান। সেখানেও হারের মুখ দেখতে হয় ভারতীয় কুস্তিগিরকে। পোল্যান্ডের ম্যান্ডেলেনা উর্সজুলা গ্লোডারের বিরুদ্ধে ৪-৬ ব্যবধানে হেরে যান। তবে শেষমেশ ব্রোঞ্জ নিয়ে ফিরছেন তিনি। সঙ্গীতা এই মেডেল সেইসব মহিলাদের উৎসর্গ করেছেন যাঁরা তাঁদের সঙ্গে হওয়া কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন।
आप सभी के बधाई के संदेश मुझ तक पहुँच रहे हैं इस पल पर बहुत भावुक हूँ।
आप सभी का बहुत बहुत शुक्रिया। यह मेडल सिर्फ़ मेरा नहीं है। सब आप सभी का मेडल है
मैं इस मेडल को दुनिया की उन सभी संघर्षशील महिलाओं को समर्पित करती हूँ जो महिलाओं के विरुद्ध हुए अपराधों के ख़िलाफ़ संघर्षरत हैं।… pic.twitter.com/FyJnqhaHVZ
— Sangeeta Phogat (@sangeeta_phogat) July 15, 2023
এদিকে কুস্তি আন্দোলনের প্রধান মুখ ভিনেশ ফোগট এই প্রতিযোগিতায় অংশ নেননি। বুদাপেস্ট ব়্যাঙ্কিং সিরিজ ইভেন্ট থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছেন ভিনেশ। অলিম্পিক ডট কমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন।





