Australian Open 2022: ‘কেমন আছেন পেং সুয়াই’ লেখা জার্সি ব্যান, বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন
মুখে যাই বলা হোক না কেন, পেং সুয়াইয়ের উদ্দেশে লেখা জার্সি ব্যান করে উল্টো চাপে পড়েছে অস্ট্রেলিয়ান ওপেন।
মেলবোর্ন: টেনিস অস্ট্রেলিয়াকে একহাত নিলেন কিংবদন্তি প্লেয়ার মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)। পেং সুয়াইকে (Peng Shuai) নিয়ে বিশ্ব জুড়ে এখনও নানা প্রশ্ন ঘুরছে। চিন যতই বলুক, পেং ভালো আছেন, এখনও প্রকাশ্যে তাঁকে দেখা যায়নি। বিশ্ব মহিলা টেনিস সংস্থা বা ডব্লিউটিএ-র (WTA) ধারণা, মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে চিনা টেনিস তারকাকে। এই পরিস্থিতিতে টেনিস অস্ট্রেলিয়া আবার জানিয়েছে, ‘কোথায় পেং সুয়াই’ লেখা জার্সি অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সময় পরা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন নাভ্রাতিলোভা।
চিনেরই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন পেং। তারপর তিনি নিরুদ্দেশ হয়ে যান। সোশ্যাল মিডিয়া থেকেও মুছে দেওয়া হয় তাঁকে। এর পর থেকেই সারা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা টেনিস মহলের কেউই মেনে নিতে পারেনি। যার বিরুদ্ধে সোচ্চার হয় ডব্লিউটিএ। চিনে সব ধরনের টেনিস বন্ধ করে দেওয়া হয়। চিন এ নিয়ে প্রতিবাদের পথে হাঁটলেও সাড়া দেয়নি মহিলা টেনিস সংস্থা। এই পরিস্থিতি অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের এই মনোভাব কিছুটা হলেও চাপে ফেলে দিল ডব্লিউটিএ-কে।
BREAKING – Australian Open security call in police on human rights activists @pakchoi_boi @maxmokchito for wearing “Free Peng Shuai” shirts, try force @pakchoi_boi to take off shirt in public area right next to @naomiosaka training session – the most vocal athlete on Peng Shuai pic.twitter.com/qAPPmEJEZt
— Drew Pavlou For Senate (@DrewPavlou) January 21, 2022
নাভ্রাতিলোভা বলেছেন, ‘এটা একেবারেই মেনে নেওয়া যায় না। খুব খারাপ দিক। অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের এই সিদ্ধান্তের ফলে কিন্তু ডব্লিউটিএ একা হয়ে যাবে।’
That’s just pathetic. The @wta stands pretty much alone on this!!!#WhereisPengShuai https://t.co/V9g2GZh5Px
— Martina Navratilova (@Martina) January 23, 2022
টেনিস অস্ট্রেলিয়ার তরফে এক মুখপাত্র অবশ্য সাফাই দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন দেখার জন্য গ্যালারিতে প্রবেশ করতে গেলে কোনও কাপড় সঙ্গে রাখা যাবে না। ব্যানার থেকে শুরু করে কোনও কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না দর্শকরা। রাজনৈতিক কোনও জিনিস তো নয়ই। কিন্তু পেং সুয়াইয়ের নিরাপত্তা নিয়ে আমরাও কম চিন্তিত নই। নিয়মিত ডব্লিউটিএ-র সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’
মুখে যাই বলা হোক না কেন, পেং সুয়াইয়ের উদ্দেশে লেখা জার্সি ব্যান করে উল্টো চাপে পড়েছে অস্ট্রেলিয়ান ওপেন।
আরও পড়ুন: Australian Open 2022: হালেপ ছিটকে গেলেন, লড়াই করে শেষ আটে মেদভেদেভ