Saina Nehwal: চোটই এখন চ্যালেঞ্জ সাইনার
টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) টিকিট জোটেনি। বিশ্ব মিটেও (World Championship) নামতে পারেননি। সেই সাইনা নতুন বছরটা নতুন ভাবে শুরু করতে চাইছেন।
নয়াদিল্লি: চোটের কারণে গত মরসুমে বেশ কিছু টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। এখনও যে পুরোপুরি ফিট, তা বলছেন না। তবে চোটকেই এখন চ্যালেঞ্জ জানাচ্ছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) টিকিট জোটেনি। বিশ্ব মিটেও (World Championship) নামতে পারেননি। সেই সাইনা নতুন বছরটা নতুন ভাবে শুরু করতে চাইছেন।
ইন্ডিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া শাটলার। তেরেজা সাবিকোভার বিরুদ্ধে ২২-২০, ১-০ এগিয়ে থাকাকালীন পিঠের চোট নিয়ে বেরিয়ে যান চেক প্রজাতন্ত্রের শাটলার। তারপর সাইনা বলেছেন, ‘কড়া ট্রেনিং করার মতো জায়গায় ছিলাম গত বছর। কিন্তু অতিরিক্ত চাপ কুঁচকির চোট বাড়িয়ে দিতে পারত। থমাস উবের কাপের সময় জানতাম না, আমার হাঁটুতেও চোট আছে। ফরাসি ওপেনের সময় যেটা বেড়ে গিয়েছিল। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। এটা আমাকে নিতেই হবে। এত চোট আমার শরীর কী ভাবে সামলায়, তা দেখার অপেক্ষায় আছি। এটা সহজ নয়। এক-এক সময় মনে হয়, হেরে যাচ্ছি।’
লম্বা রিহ্যাব করার পর আবার কোর্টে ফিরেছেন তিনি। সাইনার কথায়, ‘ইন্ডিয়ান ওপেনের আগে ৭-৮ দিনের প্র্যাক্টিস পেয়েছি আমি। কিন্তু সত্যি বলতে কী, এই টুর্নামেন্ট খেলব, প্রত্যাশা করিনি। এখন ৬০-৭০ শতাংশ ফিট আমি। ওয়েট ট্রেনিং করতে হবে। পুরো ফিট হতে এই মাসটা সময় লাগবে আমার।’
আরও পড়ুন: PV Sindhu: ছক বদলে নতুন অস্ত্র নিয়ে নামছেন সিন্ধু