AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kuishan Double Century: ফিরে দেখা টাইগারদের বিরুদ্ধে ঈশানের ডাবল সেঞ্চুরির মুহূর্ত

Ishan Kishan's Record: বিরাট কোহলির সঙ্গে জুটিতে দলকে ২৯০ রান এনে দিয়েছিলেন ঈশান। বিরাটও দুর্দান্ত ফর্মে ছিলেন। ৯১ বলে ১১৩ রান করেন কিং। সব মিলিয়ে সে দিন টাইগারদের বিরুদ্ধে ৪০৯ রান করেছিল ভারত। উইকেট হারিয়েছিল ৮ টি। ২২৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ঈশানই।

| Edited By: | Updated on: Dec 10, 2023 | 7:01 PM
Share
আজ, ১০ ডিসেম্বর দিনটা ক্রিকেটার ঈশান কিষাণের জীবনে সারাজীবন বিশেষ হয়ে থাকবে। কেন বলুন তো? কারণ আজকের দিনেই ওডিআইয়ের মঞ্চে দ্রুততম দুই শতরান করে রেকর্ড গড়েছিলেন ভারতের অন্যতম তরুণ ব্যাটার ঈশান। (ছবি:X)

আজ, ১০ ডিসেম্বর দিনটা ক্রিকেটার ঈশান কিষাণের জীবনে সারাজীবন বিশেষ হয়ে থাকবে। কেন বলুন তো? কারণ আজকের দিনেই ওডিআইয়ের মঞ্চে দ্রুততম দুই শতরান করে রেকর্ড গড়েছিলেন ভারতের অন্যতম তরুণ ব্যাটার ঈশান। (ছবি:X)

1 / 8
 যা ঈশানের কেরিয়ারে অন্যতম বড় সাফল্য। আজ, সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচের স্মৃতি শেয়ার করেছেন ভারতীয় তারকা। ক্যাপশনে লেখেন, 'ফিরে দেখা সেই দিন।' (ছবি:X)

যা ঈশানের কেরিয়ারে অন্যতম বড় সাফল্য। আজ, সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচের স্মৃতি শেয়ার করেছেন ভারতীয় তারকা। ক্যাপশনে লেখেন, 'ফিরে দেখা সেই দিন।' (ছবি:X)

2 / 8
  চট্টোগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে এই রেকর্ড গড়েন ঈশান। (ছবি:X)

চট্টোগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে এই রেকর্ড গড়েন ঈশান। (ছবি:X)

3 / 8
 ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন ঈশান। সেই সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেন তিনি। (ছবি:X)

১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন ঈশান। সেই সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেন তিনি। (ছবি:X)

4 / 8
২০১৫ বিশ্বকাপে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল তারকা ক্রিকেটার গেলের। (ছবি:X)

২০১৫ বিশ্বকাপে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল তারকা ক্রিকেটার গেলের। (ছবি:X)

5 / 8
 বাংলাদেশের বিরুদ্ধে সে দিন এক কথায় জ্বলে উঠেছিলেন ঈশান। শেষে ৩৬ তম ওভারে তাসকিন আহমেদের বলে, লিটন দাসের হাতে ধরা দেন তিনি। (ছবি:X)

বাংলাদেশের বিরুদ্ধে সে দিন এক কথায় জ্বলে উঠেছিলেন ঈশান। শেষে ৩৬ তম ওভারে তাসকিন আহমেদের বলে, লিটন দাসের হাতে ধরা দেন তিনি। (ছবি:X)

6 / 8
 বিরাট কোহলির সঙ্গে জুটিতে দলকে ২৯০ রান এনে দিয়েছিলেন ঈশান। বিরাটও দুর্দান্ত ফর্মে ছিলেন। ৯১ বলে ১১৩ রান করেন কিং। (ছবি:X)

বিরাট কোহলির সঙ্গে জুটিতে দলকে ২৯০ রান এনে দিয়েছিলেন ঈশান। বিরাটও দুর্দান্ত ফর্মে ছিলেন। ৯১ বলে ১১৩ রান করেন কিং। (ছবি:X)

7 / 8
সব মিলিয়ে সে দিন টাইগারদের বিরুদ্ধে ৪০৯ রান করেছিল ভারত। উইকেট হারিয়েছিল ৮ টি। ২২৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ঈশানই। (ছবি:X)

সব মিলিয়ে সে দিন টাইগারদের বিরুদ্ধে ৪০৯ রান করেছিল ভারত। উইকেট হারিয়েছিল ৮ টি। ২২৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ঈশানই। (ছবি:X)

8 / 8