বাম্পার Airtel প্ল্যান, খুব কম খরচে 84 দিন রোজ 2GB ডেটা
Airtel এর ঝুলিতে 839 টাকার একটি চমৎকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। প্রতিদিন প্ল্যানটিতে 2GB হাই-স্পিড ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। Disney+ Hotstar মোবাইল তিন মাসের জন্য পেয়ে যাবেন এবং Airtel Xstream Play, আপনি টানা 84 দিনের জন্যই পাবেন।

Airtel Recharge: দেশের দ্বিতীয় বৃহৎ টেলিকম অপারেটর Bharti Airtel এর কাছে সুবিস্তৃত রেঞ্জের রিচার্জ প্ল্যান রয়েছে। সেই সব গুচ্ছের প্ল্যানের মধ্যে সংস্থার 84 দিন ভ্যালিডিটি প্যাকগুলি অত্যন্ত উপকারী। বিশেষ করে, দৈনিক ভিত্তিতে যাঁদের 2GB ডেটার দরকার, তাঁদের জন্য এই দুই প্ল্যান লাজবাব। এমনকি, Reliance Jio-র 84 দিন ভ্যালিডিটি প্ল্যানগুলির থেকেও অনেকাংশে বেশি কার্যকর Airtel এর এই একই বৈধতার প্ল্যানগুলি। প্ল্যানগুলির খরচও কম, অফারও অনেক বেশি। Airtel এর সেরকমই কয়েকটা প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলি ব্যবহারকারীদের প্রতিদিন 2GB ডেটা অফার করে।
84 দিন ভ্যালিডিটির Airtel প্ল্যান
Airtel এর ঝুলিতে 839 টাকার একটি চমৎকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। প্রতিদিন প্ল্যানটিতে 2GB হাই-স্পিড ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা। সেই সঙ্গেই আবার রয়েছে দৈনিক ভিত্তিতে 100টা করে SMS পাঠানোর অফার এবং দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ। Airtel Thanks এর দ্বারা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, অ্যাপোলো 24/7 সার্কেল, ফ্রি হ্যালোটিউন, উইঙ্ক মিউজ়িক এবং রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশনের অফারও পেয়ে যাবেন কাস্টমাররা।
এই এত্তসব অফারের পরে আবার থাকছে দুটি ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিশন। তার একটি হল Disney+ Hotstar মোবাইল, যা আপনি তিন মাসের জন্য পেয়ে যাবেন। এবং অপরটি হল Airtel Xstream Play, যা আপনি টানা 84 দিনের জন্যই পাবেন। Airtel Xstream Play সাবস্ক্রিপশনের দ্বারা ইউজ়াররা আরও একাধিক কনটেন্টের অ্যাক্সেস এবং প্রায় 15টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন সিঙ্গেল লগইনে।
এখন এই প্ল্যানে তাঁরাই আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন, যাঁরা এয়ারটেলের 5G কভারেজ এলাকার মধ্যে থাকবেন। কভারেজ এলাকার মধ্যে থাকলে সেই ব্যবহারকারীদের প্রথমে Airtel Thanks অ্যাকাউন্টে লগইন করতে হবে।
