2022 BMW G 310R লঞ্চ হল 2.70 লাখ টাকায়, টক্কর দিতে পারে KTM 390 Duke-এর সঙ্গে

BMW Motorrad একটি নতুন স্ট্রিট নেকেড বাইক নিয়ে এসেছে, যার নাম G 310R। ভারতের বাজারে এই বাইকটি নিয়ে আসা হয়েছে 2.70 লাখ (এক্স-শোরুম) টাকা দামে। আগের মডেলের থেকে এই লেটেস্ট বাইকটি 5,000 টাকা দামি।

2022 BMW G 310R লঞ্চ হল 2.70 লাখ টাকায়, টক্কর দিতে পারে KTM 390 Duke-এর সঙ্গে
নতুন বাইক নিয়ে এল বিএমডব্লু।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 3:47 PM

BMW Motorrad একটি নতুন স্ট্রিট নেকেড বাইক নিয়ে এসেছে, যার নাম G 310R। ভারতের বাজারে এই বাইকটি নিয়ে আসা হয়েছে 2.70 লাখ (এক্স-শোরুম) টাকা দামে। আগের মডেলের থেকে এই লেটেস্ট বাইকটি 5,000 টাকা দামি। একাধিক কালার অপশনে ভারতের বাজারে এই BMW G 310R। সেগুলি হল, রেসিং ব্লু, রেসিং রেড এবং কসমিক ব্ল্যাক 2 শেডস। তবে কালার স্কিমের পরিবর্তন হলেও আগের মডেলের তুলনায় স্পেসিফিকেশন সেরকম আলাদা করা হয়নি।

এই লেটেস্ট মোটরসাইকেলে রয়েছে একটি 313cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা 33.5bhp এবং 28Nm ডেলিভার করতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা থাকছে ছয়-স্পিড গিয়ারবক্স এবং একটি স্লিপার ক্লাচের সঙ্গে। এই একই ইঞ্জিন আবার দেওয়া হয়েছে G 310 GS মোটরসাইকেলের সঙ্গে, যা অ্যাডভেঞ্চার টুরিং অফার করছে।

এই নেকেড G 310R বাইকে রয়েছে 17 ইঞ্চির অ্যালয় হুইল, যা ফ্রন্টে USD দ্বারা সাসপেন্ডেড এবং রিয়ারে মনোশক দ্বারা। ব্রেকিংয়ের জন্য বাইকটিতে রয়েছে সিঙ্গেল ডিস্ক। ডুয়াল ABS চ্যানেলের সেফটি নেট থেকেও সুবিধাপ্রাপ্ত করবে বাইকটি, যা আসলে এই বাইকের স্ট্যান্ডার্ড কিটের একটি অংশ। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই বাইকে রয়েছে ফুল LED লাইটিং সিস্টেম, অ্যাডজাস্টেবল ক্লাচ, ব্রেক লিভার্স এবং ফুলি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

এই লেটেস্ট 2022 G 310R বাইকটির মধ্যে দিয়ে BMW Motorrad প্রতিযোগিতা করতে চলেছে KTM 390 Duke এবং Kawasaki Z400 এই দুই বাইকের সঙ্গে। এর মধ্যে সংস্থাটি আরও একটি বাইক নিয়ে আসার পরিকল্পনা করছে ভারতের বাজারে, যার নাম G 310 RR। এটি আসলে G 310 R বাইকের সামগ্রিক ফেয়ার্ড ভার্সন। এই বাইকটি ভারতে লঞ্চ হতে পারে 2.90 লাখ টাকা দামে।