আসলে অটো, দেখতে Wagon R; কেরামতি দেখে চোখ ফেরাতে পারছে না কেউ

Driver Converts Auto Rickshaw Into Car: কখনও কি Wagon R অটো রিকশা চলতে দেখেছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন, সেটা আবার কী রকম? আসলে এটি একটি অটো, যা দেখতে ভারতের জনপ্রিয় গাড়ি Wagon R-এর মতো।

আসলে অটো, দেখতে Wagon R; কেরামতি দেখে চোখ ফেরাতে পারছে না কেউ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 2:38 PM

Wagon R Viral Video: সোশ্য়াল মিডিয়ায় এমন অনেক কিছু ভাইরাল হয়, যা দেখলে চোখ ফেরানো দায়। আবার এমনও অনেক ভি়ডিয়ো থাকে, যেগুলি দেখলে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। রাস্তায় তো অনেক ধরনের গাড়িই চলতে দেখেছেন। কখনও কি Wagon R অটো রিকশা চলতে দেখেছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন, সেটা আবার কী রকম? আসলে এটি একটি অটো, যা দেখতে ভারতের জনপ্রিয় গাড়ি Wagon R-এর মতো। কিন্তু এমনটা কীভাবে সম্ভব? আসলেই এমন ঘটেছে। ভারতে প্রতিভার অভাব নেই, তা আবারও প্রমান করলেন এই অটো চালক। অটোটিকে এমনভাবে তৈরি করেছেন, যা দেখলে আপনার এক নজরে Wagon R গাড়ির মতো মনে হবে। কিন্তু তারপরে ভালভাবে দেখলে বুঝতে পারবেন এটি একটি অটো।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি Wagon R গাড়ি রাস্তায় বেশ দ্রুত গতিতে চলছে। তার পিছনে অন্য একটি গাড়ি চলছে। সেটিতে বসা থাকা এক ব্যক্তি পুরো ভিডিয়োটি করেছেন। অটোর চালক পুরানো গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করেছেন এবং তার অটোর পিছনে Wagon R গাড়িটির কাঠামো লাগিয়েছেন। পেছন থেকে এই অটো দেখে আপনার এটিকে Wagon R গাড়ি বলেই মনে হবে। যতক্ষণ না আপনি এই অটোটিকে সামনে থেকে দেখতে পাচ্ছেন, আপনি ভাববেন এটি একটি Wagon R গাড়ি।

টুইটারে এই ভাইরাল ভিডিয়োটি দীপক প্রভু নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন – “আমাদের এমন একটি মস্তিষ্ক আছে, যা একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ারকেও ছাপিয়ে যাবে। ইচ্ছাই উদ্ভাবনের কারণ, তা প্রমান হল।” এই ভিডিয়োটি বেশ পুরনো, যা আবার ভাইরাল হচ্ছে। নতুন করে আবারও নেটিজ়েনদের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে হাজার হাজার ভিউ হয়েছে। এই ভিডিয়ো দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “উনি হয়তো এভাবেই ওনার ইচ্ছে পূরণ করেছেন।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”ভারতে এমন অনেক প্রতিভা দেখা যায়, সোশ্যাল মিডিয়ার জন্য।”