পেট্রোলের দাম বাড়ার কারণে এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেক বেড়েছে। বাজারে অনেক নতুন ইলেকট্রিক স্কুটার এসেছে, যার মধ্যে সেরা রেঞ্জ এবং ভাল ফিচার রয়েছে। এসব স্কুটারের দামও বড় যে কোনও কোম্পানির স্কুটারের থেকে কম। এখানে আপনাকে এমন একটি স্কুটার সম্পর্কে জানানো হবে, যেটি চালানোর জন্য লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
Gemopai Astrid Lite একটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের প্রারম্ভিক দাম 92,322 টাকা। ব্যাটারির আকারের উপর নির্ভর করে এটির 3 টি সংস্করণ রয়েছে। শীর্ষ ভেরিয়েন্টের দাম 1,11,195 টাকা থেকে শুরু।
Astrid Lite একবার চার্জে 90 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এটিতে 3 ড্রাইভ মোড স্পোর্টস, শহর এবং অর্থনীতির (City and Economy)বিকল্পও রয়েছে। এটি অনলাইনে বা নিকটস্থ ডিলারের কাছ থেকে কিনতে পারবেন।
ইলেকট্রিক স্কুটারের বিশেষ ফিচার হল এটি প্রথম ইলেকট্রিক টু-হুইলার, যেটির স্পিড বেশি হওয়া সত্ত্বেও এর রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। এই স্কুটারটি সারা দেশে 5টি রঙে পাওয়া যাচ্ছে।
স্পোর্টস মোডে, স্কুটারটিকে 75 কিমি/ঘন্টা সর্বোচ্চ গতিতে চালানো যায়। এর ফলে যেকোনও ধরনের রেস করা যায় এই স্কুটারটি দিয়ে। শহরে চালানোর জন্য এতে সিটি মোড দেওয়া হয়েছে।
ইলেকট্রিক স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি। এছাড়াও স্কুটারটিতে ব্লুটুথ, ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট অ্যালার্ম, চাবিহীন এন্ট্রি, সেন্ট্রাল লক এবং ডিজিটাল কালার ডিসপ্লের মতো অনেক স্মার্ট ফিচার দেওয়া হয়েছে।