AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার এখন Flipkart-এ, অর্ডার করলেই মুহূর্তে তা আপনার দুয়ারে

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার কেনার চিন্তাভাবনা করছেন অথচ কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? আপনার ই-স্কুটার কেনার কাজটা আরও সহজ করে দিয়েছে Flipkart। এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই আপনি Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে পারবেন।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার এখন Flipkart-এ, অর্ডার করলেই মুহূর্তে তা আপনার দুয়ারে
এবার ফ্লিপকার্টই আপনার বাড়িতে ইলেকট্রিক স্কুটার পৌঁছে দেবে।
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 3:02 PM
Share

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি আপনি এখন Flipkart থেকেও ক্রয় করতে পারবেন। ডিজিটালি বিক্রিবাট্টা বাড়াতে সম্প্রতি সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে Vida V1 ইলেকট্রিক স্কুটার দেশের মাত্র তিনটি শহরে ফিজ়িক্যালি বিক্রি করা হয়। সেই তিন ভারতীয় শহর হল, বেঙ্গালুরু, জয়পুর এবং দিল্লি। শীঘ্রই এই ই-স্কুটার মহারাষ্ট্রের বাজারেও হাজির হবে। এবং তারপর তা ধীরে ধীরে চলে আসবে কোচি, চেন্নাই, অহমদাবাদ, হায়দরাবাদের মতো বড় শহরগুলিতে। Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের দাম 1.45 লাখ টাকা (এক্স-শোরুম)।

Hero Vida V1: স্পেসিফিকেশন

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি আপনি দুটি ট্রিমে ক্রয় করতে পারবেন- প্লাস এবং প্রো। এই দুই ট্রিমের মূল পার্থক্য হল তাদের ব্যাটারি ক্যাপাসিটি এবং রেঞ্জ। এদের মধ্যে প্লাস ট্রিমটি ছোট যাতে 3.44kWh ব্যাটারি রয়েছে। এই মডেলটি 143 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। অন্য দিকে এর থেকে আর একটু উচ্চতর স্পেসিফিকেশনের প্রো ট্রিমে রয়েছে 3.94kWh ব্যাটারি, যা এক চার্জে 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Vida V1 ইলেকট্রিক স্কুটারের 0-40 kmph অ্যাক্সিলারেশন টাইম প্লাস ও প্রো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যথাক্রমে 3.4 সেকেন্ড ও 3.2 সেকেন্ড। তবে এই দুটি ট্রিমেরই সর্বাধিক স্পিড এক- 80 kmph। চারটি রাইডিং মোড রয়েছে স্কুটারটির- ইকো, রাইড, স্পোর্ট এবং একটি কাস্টম ইউজ়ার মোড।

Hero Vida V1: ভিন্ন রঙের অপশন এবং প্রতিযোগী

ভারতে এই মুহূর্তে খুব কমই কিছু ইলেকট্রিক স্কুটার রয়েছে, যেগুলিতে সোয়্যপেবল ব্যাটারি সিস্টেম রয়েছে। তাদের মধ্যেই অন্যতম হল Vida V1 ই-স্কুটার। এই স্কুটারটি টক্কর দিতে পারে Ola S1 Pro, Ather 450X, Bajaj Chetak এবং TVS iQube-এর সঙ্গে।

Vida V1 Plus মডেলটি পাওয়া যাবে মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে- ম্যাট হোয়াইট, ম্যাট স্পোর্টস রেড এবং গ্লস ব্ল্যাক। অন্য দিকে তার থেকে একটু বড় Vida V1 Pro ই-স্কুটারটি পাওয়া যাবে চারটি ট্রিমে- ম্যাট হোয়াইট, ম্যাট স্পোর্টস রেড, গ্লস ব্ল্যাক এবং ম্যাট অ্যাবর‌্যাক্স অরেঞ্জ।