AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tesla ভারতে 20 লাখ টাকার ইলেকট্রিক গাড়ি তৈরি করবে, ছকভাঙা পরিকল্পনা, সবথেকে কমদামি মডেল

Tesla Car In India: এই মুহূর্তে টেসলার সবথেকে কম দামি গাড়িটি রয়েছে চিনের বাজারে। সেই মডেলের নাম Model 3 Sedan, যার দাম 32,200 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 26.32 লাখ টাকা। সেই জায়গায় ভারতে টেসলার গাড়িটির দাম হতে চলেছে 20 লাখ টাকা। তাহলে ভেবে দেখুন, কেন টেসলার এহেন পদক্ষেপ গেম চেঞ্জার হতে চলেছে।

Tesla ভারতে 20 লাখ টাকার ইলেকট্রিক গাড়ি তৈরি করবে, ছকভাঙা পরিকল্পনা, সবথেকে কমদামি মডেল
ভারতে গাড়ি নিয়ে আসছে টেসলা।
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 12:25 PM
Share

Tesla ভারতে একটি কম বাজেটের গাড়ি তৈরি করার চিন্তাভাবনা করছে। সেই গাড়িটি ভারতে তো বিক্রয় করা হবেই, সেই সঙ্গে আবার বিশ্বের অন্যান্য দেশের মার্কেটেও তা এক্সপোর্ট করা হবে। অবাক করার মতো বিষয়টি হল, সেই টেসলা গাড়ির দাম বেশ কম 24,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 20 লাখ টাকা হতে চলেছে বলে খবর। রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে খুব শীঘ্রই বৈঠক করতে চলেছেন টেসলার এক প্রতিনিধি। চলতি মাসেই সেই বৈঠক হওয়ার কথা। ভারতের মতো একটা দেশে পকেট-বান্ধব গাড়ি তৈরি করতে কারখানা তৈরি করার বিষয়ে আলোচনা হতে চলেছে এই মিটিংয়ে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে একটি লোকাল ম্যানুফ্যাকচারিং বেস তৈরি করার বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে টেসলা। ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি যে কারখানা তৈরি করতে চলেছে, তাতে যে শুধুই ভারতের বাজারের জন্য গাড়ি তৈরি হবে এমনটা নয়। সেই গাড়িগুলি আবার অন্যান্য দেশে এক্সপোর্টও করা হবে। অর্থাৎ কারখানাটিকে এক্সপোর্ট হাব হিসেবেই দাঁড় করাতে চায় টেসলা। এখন সরকারের সঙ্গে টেসলা প্রতিনিধির এই আলোচনায় কোম্পানির স্ট্র্যাটেজিক শিফ্টের বিষয়টি প্রকট হয়ে উঠেছে। ইভিতে আমদানি কর কমানোর পূর্ববর্তী প্রচেষ্টা বাধার সম্মুখীন হওয়ার পরই এমন পরিকল্পনা করেছে ইলন মাস্কের সংস্থাটি।

এখন টেসলা যদি সত্যিই তার পরিকল্পনার বাস্তব রূপ দিতে পারে, তাহলে ভারতের বাজারের জন্য ব্র্যান্ডের সস্তার গাড়িটি গেম চেঞ্জার হতে চলেছে। এই মুহূর্তে টেসলার সবথেকে কম দামি গাড়িটি রয়েছে চিনের বাজারে। সেই মডেলের নাম Model 3 Sedan, যার দাম 32,200 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 26.32 লাখ টাকা। সেই জায়গায় ভারতে টেসলার গাড়িটির দাম হতে চলেছে 20 লাখ টাকা। তাহলে ভেবে দেখুন, কেন আমরা বলছি টেসলার এহেন পদক্ষেপ গেম চেঞ্জার হতে চলেছে।

গত জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। তারপর এখন দেশের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে টেসলার প্রতিনিধির যে বৈঠকটি হতে চলেছে, তা এক্কেবারে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেই মিটিংয়ের পরেই আসলে ভারতে টেসলার ভাগ্য নির্ধারিত হতে চলেছে। তবে, ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনও তার প্রারম্ভিক পর্যায়ে রয়েছে, যা দেশের গাড়ি বিক্রির 2 শতাংশেরও কম। এখন টেসলা যদি ভারতের সাশ্রয়ী মূল্যের গাড়ির বাজারে প্রবেশ করে, তাহলে আগামী দিনে এ দেশে ইলেকট্রিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।