AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT: মানুষ তার কাছে টাকা চাইছে, আর সে মানুষের হয়ে হাজার-হাজার টাকা ‘তুলে’ দিচ্ছে

ChatGPT Recovering Money: আপনার কাছে যদি পুরনো কিছু রসিদ থাকে এবং সেগুলির টাকা যদি আপনি এখনও পর্যন্ত দাবি না করে থাকেন, তাহলে সেই সব টাকা পুনরুদ্ধারে আপনাকে সাহায্য করবে AI Chatbotটি। খুব সহজ ভাবে বলতে গেলে চ্যাটজিপিটি আপনার হয়ে টাকা তুলে দিতে পারে।

ChatGPT: মানুষ তার কাছে টাকা চাইছে, আর সে মানুষের হয়ে হাজার-হাজার টাকা 'তুলে' দিচ্ছে
চ্যাটজিপিটি এখন মানুষের টাকাও তুলে দিচ্ছে।
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 6:44 PM
Share

ChatGPT Recovering Money: ঘরে বসেই জাস্ট কিসসু না করে যদি কিছু টাকা রোজগার করতে পারতেন, কেমন হত বলুন তো! ChatGPT কিন্তু আপনার সঙ্গে ঠিক তেমনটাই করতে পারে। হ্যাঁ, তবে আপনি যদি তাকে বলেন এখনই বড়লোক করে দিতে, তা হয়তো সে পারবে না। কারণ, ChatGPT জাদুকর নয়। তবে আপনার কাছে যদি পুরনো কিছু রসিদ থাকে এবং সেগুলির টাকা যদি আপনি এখনও পর্যন্ত দাবি না করে থাকেন, তাহলে সেই সব টাকা পুনরুদ্ধারে আপনাকে সাহায্য করবে AI Chatbotটি। খুব সহজ ভাবে বলতে গেলে চ্যাটজিপিটি আপনার হয়ে টাকা তুলে দিতে পারে।

ChatGPT কীভাবে মানুষের টাকা তুলে দিচ্ছে?

এ বিষয়ে DoNotPay-র সিইও জোসুয়া ব্রাউডার তাঁর অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, ChatGPT-র ব্রাউজ়িং এক্সটেনশন কাজে লাগিয়ে তিনি 200 মার্কিন ডলার বা 16,480 টাকা পুনরুদ্ধার করতে পেরেছেন। তিনি এই চ্যাটবটের কাছে জিজ্ঞেস করেছিলেন, তাঁর জন্য যদি সে কিছু অর্থের সন্ধান করে দিতে পারে। চ্যাটবটটি সেটাই শেষ পর্যন্ত করে দেখায়। ব্রাউডার জানালেন, তার কিছুক্ষণের মধ্যেই তিনি ক্যালিফর্নিয়া সরকারের কাছ থেকে 210 মার্কিন ডলার পেয়ে যান। যদিও এই টাকা এসেছিল সেই সব রসিদ থেকে, যা ব্রাউডার অতীতে কখনও সংগ্রহ করেননি। তিনি সমগ্র ঘটনাটি টুইটারে তুলে ধরেছেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ব্রাউডার টুইটারে লিখছেন, ChatGPT তাঁকে ‘ক্যালিফর্নিয়া স্টেট কন্ট্রোলার’ নামক একটি ওয়েবসাইট ভিজ়িট করার কথা বলে। তরুণ ওই উদ্যোগপতি বলছেন, “এই ওয়েবসাইট এমন কিছু কোম্পানির কাছ থেকে আপনার দাবি না করা অর্থ ফেরতযোগ্য করতে পারে, যেসব কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারে না। আমাকে কী-কী করতে হবে, ধাপে ধাপে তার নির্দেশাবলী দিয়ে একটি লিঙ্ক দিয়েছিল ChatGPT।”

তিনি আরও যোগ করে বলেছেন, “আমি সেই সব নির্দেশাবলী মেনে চলি এবং নিশ্চিত হয়ে যাই যে, আমার জন্য 209.67 মার্কিন ডলার অপেক্ষা করছে। ”

গত মাসেই ChatGPT-র পরবর্তী প্রজন্ম GPT-4 নিয়ে এসেছে OpenAI। এই চ্যাটবটটি তার পূর্ববর্তী প্রজন্মের তুলনায় আরও বেশি শক্তিশালী এবং বিভিন্ন রকমের কাজও করতে পারে সে। বিভিন্ন ক্ষেত্রের অভাবনীয় পারফরম্যান্স থেকে শুরু করে, জটিল কাজ, কঠিন পরীক্ষা দিয়ে এর মধ্যে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে GPT-4। এর সবথেকে বড় ক্ষমতা হল, যে কোনও ছবিকে ইনপুট হিসেবে গ্রহণ করা এবং সেই মোতাবেক আউটপুটও জেনারেট করা।