AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

4 মিনিটে 100% চার্জ হবে ফোন! Oppo-র 300W SuperVooc চার্জার ঘুম কাড়বে সকলের

OPPO 300W SuperVOOC Fast Charging: কোম্পানিটি শীঘ্রই 300W SuperVooc ফাস্ট চার্জার লঞ্চ করতে পারে। লঞ্চ হলে, এই চার্জারটি বাজারে দ্রুততম স্মার্টফোন চার্জার হিসাবে Redmi 300W চার্জারকে টেক্কা দেবে।

4 মিনিটে 100% চার্জ হবে ফোন! Oppo-র 300W SuperVooc চার্জার ঘুম কাড়বে সকলের
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 1:10 PM
Share

Fast Charging: বিগত কয়েক বছর ধরেই ফোন কেনার প্রসঙ্গ এলে প্রথমেই যেটা মাথায় আসে তা হল, ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটি কত কম সময়ে চার্জ হবে, কত দ্রুত চার্জ হবে, সেই দিকে নজর রাখতেই ব্যস্ত অধিকাংশ মানুষ। তার সেই সুযোগকেই কাজে লাগিয়ে বাজারে ফাস্ট চার্জিং ফোন থেকে শুরু করে চার্জার, সব আনছে একে একে। সেই মতোই স্মার্টফোন ব্র্যান্ড Oppo একটি নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। কোম্পানিটি শীঘ্রই 300W SuperVooc ফাস্ট চার্জার লঞ্চ করতে পারে। লঞ্চ হলে, এই চার্জারটি বাজারে দ্রুততম স্মার্টফোন চার্জার হিসাবে Redmi 300W চার্জারকে টেক্কা দেবে। আবার সম্প্রতি Infinix তার 260W অল-রাউন্ড ফাস্টচার্জ চার্জারও লঞ্চ করেছে। এটি এক মিনিটে 0 থেকে 25 শতাংশ পর্যন্ত ফোন চার্জ করে।

300W SuperVooc ফাস্ট চার্জার কত দ্রুত হবে?

নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের একটি Weibo পোস্ট অনুসারে, Oppo একটি 4,450mAh ব্যাটারির সঙ্গে একটি 300W SuperVooc দ্রুত চার্জিং সিস্টেমে কাজ করছে। এক বছরের মধ্যে চার্জারটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

Redmi সম্প্রতি 300W চার্জার লঞ্চ করেছে। এই চার্জারটি পাঁচ মিনিটে স্মার্টফোনটিকে সম্পূর্ণ চার্জ করে। কোম্পানির মতে, এই চার্জিং প্রযুক্তির সাহায্যে 4,100mAh ব্যাটারি 43 সেকেন্ডে 10 শতাংশ, দুই মিনিট 13 সেকেন্ডে 50 শতাংশ এবং পাঁচ মিনিটে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

কোম্পানি আরও জানিয়েছে যে, এটি কোনও নতুন প্রযুক্তি নয়, কিন্তু Redmi Note 12 Pro+ ফোনে একটি পরিবর্তন করা হয়েছে। Redmi Note 12 Discovery Edition, যা শুধুমাত্র চিনে পাওয়া যায়, এখনও পর্যন্ত Xiaomi-এর দ্রুততম চার্জিং স্মার্টফোন। এটি 210W চার্জিং সহ আসে এবং প্রায় 10 মিনিটের মধ্যে ডিভাইসটিকে সম্পূর্ণ চার্জ করার দাবি করে।

এছাড়ও Infinix সম্প্রতি একটি 110W ওয়্যারলেস অল-রাউন্ড ফাস্টচার্জ সলিউশন সহ একটি 260W অল-রাউন্ড ফাস্টচার্জ চার্জিং সিস্টেমও চালু করেছে। Infinix GT 10 Pro শীঘ্রই নতুন 260W চার্জিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি প্যাক করা যেতে পারে।