Flight Ticket: দুরপাল্লার বাস-ট্রেনের থেকেও সস্তায় মিলছে বিমানের টিকিট, চেক করুন এসব অ্যাপ

Air Ticket Book: একবার ভাবুন তো, অফিস থেকে কোনও রকমে 5 দিনের ছুটি পেয়েছেন, আর যাতায়াতেই দু'দিন কেটে গেল। এমনটা হয় নাকি! কিন্তু ভাবছেন তো, ট্রেনের টিকিটের থেকে বহুগুণ বেশি ফ্লাইটে খরচা। আপনাকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না। আপনাকে কিছু টিপস দেওয়া হবে, যার জন্য আপনি ফ্লাইটের টিকিট অনেকটাই কমে বুক করে নিতে পারবেন।

Flight Ticket: দুরপাল্লার বাস-ট্রেনের থেকেও সস্তায় মিলছে বিমানের টিকিট, চেক করুন এসব অ্যাপ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 10:52 AM

শীতকাল মানেই এদিক ওদিক ঘুরতে যাওয়া। আর তার জন্য বেশ কয়েকমাস আগে থেকেই চলে ট্রেন ও ফ্লাইট বুকিং। তাছাড়াও একবার ভাবুন তো, অফিস থেকে কোনও রকমে 5 দিনের ছুটি পেয়েছেন, আর যাতায়াতেই দু’দিন কেটে গেল। এমনটা হয় নাকি! কিন্তু ভাবছেন তো, ট্রেনের টিকিটের থেকে বহুগুণ বেশি ফ্লাইটে খরচা। আপনাকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না। আপনাকে কিছু টিপস দেওয়া হবে, যার জন্য আপনি ফ্লাইটের টিকিট অনেকটাই কমে বুক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে দু’টি অ্যাপের কথা জানানো হবে। সেখান থেকে বুক করলেই অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। ফলে ট্রেনে দু’দিন ধরে জার্নি করে যেতে হবে না।

Paytm-

এখনও পর্যন্ত নিশ্চয়ই আপনি হয়তো Paytm ব্যবহার করছেন শুধুমাত্র রিচার্জ বা বিল পেমেন্টের জন্য। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এর সাহায্যে আপনি এয়ার টিকেটও বুক করতে পারবেন। এখান থেকে বুক করার জন্য সার্চে ‘ফ্লাইট বুকিং’ লিখতে হবে। এর পরে, আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে এবং এতে আপনাকে সম্পূর্ণ বিবরণ দিতে হবে। আপনি ICICI, HDFC সহ অনেক ব্যাঙ্ক কার্ডে বিশাল ছাড় পাবেন। যদি আপনার কাছেও এই কার্ডগুলি থাকে, তবে আপনি সেগুলি ব্যবহার করে টিকিট বুক করতে পারেন। একবার আপনি টিকিট বুক করলে, আপনি 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন।

এছাড়াও আকাশা এয়ার (Akasa Air) ফ্লাইট টিকিট বুকিংয়ে ছাড় দিচ্ছে-

আকাসা এয়ার কিছুদিন আগে তাদের সার্ভিস চালু করেছে। এর অফিসিয়াল সাইটে আপনি সবচেয়ে বেশি ছাড় পেয়ে যাবেন। আপনি Goibibo-এর সাহায্যে টিকিট বুকিং-এ বিশাল ছাড় পেতে পারেন। তবে এর উপরও আলাদা ব্যাঙ্ক অফার দেওয়া হয়।

তবে যে কোনও সাইট ব্যবহার করার আগে সেটি আদৌ আসল কি না, তা ভাল করে দেখে নেবেন। কারণ বর্তমানে জালিয়াতির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। তাই এখন জালিয়াতরা একই রকম দেখতে অনেক ওয়েবসাইট তৈরি করেছে। ফলে সব কিছু বুঝে তারপরেই বুক করবেন।