Inverter Tips: ইনভার্টার রাখুন ঘরের এই নির্দিষ্ট স্থানে, নইলে বিপদ অবশ্যম্ভাবী

Exact Position Of Inverter: আপনিও যদি আপনার বাড়িতে ইনভার্টার ব্যবহার করেন, তবে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি আপনার ইনভার্টারটি অনেকদিন পর্যন্ত ভাল রাখতে পারেন। বাড়ির ঠিক কোন জায়গায় ইনভার্টার রাখা প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক।

Inverter Tips: ইনভার্টার রাখুন ঘরের এই নির্দিষ্ট স্থানে, নইলে বিপদ অবশ্যম্ভাবী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 2:19 PM

এই প্রচণ্ড গরমে যে হারে কারেন্ট যাচ্ছে, তাতে অনেকেই বাড়িতে ইনভার্টার লাগিয়ে নিয়েছেন। অনেকের বাড়িতেই আবার আগে থেকেই ইনভার্টার রয়েছে। কিন্তু তার সঠিক ব্যবহার অনেকেই জানেন না। আপনিও যদি আপনার বাড়িতে ইনভার্টার ব্যবহার করেন, তবে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি আপনার ইনভার্টারটি অনেকদিন পর্যন্ত ভাল রাখতে পারেন। আর অনেকের মনেই এই প্রশ্ন জাগে, বাড়ির ঠিক কোন জায়গায় ইনভার্টার রাখা প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক।

ইনভার্টারের ব্যাটারি ঠিক রাখার উপায়:

ইনভার্টারের ব্যাটারির দাম অনেক বেশি হয়। মেশিনের থেকে ব্যাটারির দাম বেশি হয়। তাই ব্যাটারিটির উপর বিশেষ নজর রাখতে হয়। সাধারণত ইনভার্টারের ব্যাটারি 5 বছর একদম ভালভাবে চলতে পারে। কিন্তু আপনি চাইলে সেটিকে আরও 2 বছর বেশি ব্যবহার করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আপনি জানেন যে, প্রতিটি ইনভার্টারে একটি ভারী ব্যাটারি ব্যবহার করা হয়। যখন ব্যাটারি একটানা কাজ করে, তখন এর ভেতর থেকে কিছু বিষাক্ত গ্যাস বের হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। 2 ঘণ্টার বেশি একটানা ব্যাটারিটি চলতে থাকলে, তা থেকে সেই গ্যাস বেরতে শুরু করে। তাছাড়াও এই গ্যাসগুলি দাহ্য। এমন পরিস্থিতিতে আপনার ঘরে আগুন লাগতে পারে। তাই যতটা সম্ভব খোলা জায়গায় রাখার চেষ্টা করবেন।

ইনভার্টার কোথায় রাখা উচিত?

আপনি যদি বিষাক্ত এবং দাহ্য গ্যাস থেকে নিরাপদ থাকতে চান, তাহলে ইনভার্টারের ব্যাটারি সবসময় বারান্দায় বা যে কোনও ফাকা জায়গায় রাখুন। এতে বিষাক্ত গ্যাসগুলো ঘরে জমা হবে না। বাইরে চলে যাবে এবং ঘরের ভেতরে ঢুকতে পারবে না। এছাড়াও আপনি কখনই ইনভার্টার ব্যাটারি ঘরে রাখবেন না। এবার আপনার মনে হতে পারে, জানলার সামনে রাখবেন কি না? একেবারেই নয়। কোনও জানলার সামনে রাখলেই তাতে বৃষ্টির জল, রোদ সব কিছুই লাগবে। ফলে খুব সহজেই ব্যাটারিটি খারাপ হয়ে যেতে পারে।