AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone Battery Problem: ফোনের ব্যাটারি সমস্যার তড়িঘড়ি সমাধান করার 4 অজানা কৌশল

Smartphone's Battery Problem: সত্যিই যদি ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে কী করণীয়? ব্যাটারি বদলে ফেলতে হবে? মোবাইল দোকানে বা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে? চারটি এমন টিপস জেনে নিন, যা আপনার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে মুহূর্তে তা ঠিক করতে পারে।

Smartphone Battery Problem: ফোনের ব্যাটারি সমস্যার তড়িঘড়ি সমাধান করার 4 অজানা কৌশল
যে উপায়ে স্মার্টফোনের ব্যাটারি সমস্যার সমাধান...
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 9:43 PM
Share

স্মার্টফোনের ব্যাটারি নিয়ে আমাদের বড্ড ভুগতে হয়। নতুন হোক বা পুরনো, যে ফোনই আপনার কাছে থাকুক তার ব্যাটারিতে কিছু সমস্যা থাকবেই। আর স্মার্টফোনের ব্যাটারির সমস্যার মূলে রয়েছে আমাদেরই কিছু ভুল। তার মধ্যে অন্যতম হল, দীর্ঘক্ষণ ফোন চার্জ করার বদভ্যাস। মাথায় রাখবেন, ফোন কখনও 100% চার্জ করতে যাবেন না। আবার ফোনের চার্জ যাতে 5 শতাংশের নিচে যাতে নেমে না যায়, সেই দিকটাতেও খেয়াল রাখবেন। এতো না হয় গেল ফোনের ব্যাটারি ভাল রাখার টিপস। কিন্তু, সত্যিই যদি ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে কী করণীয়? ব্যাটারি বদলে ফেলতে হবে? মোবাইল দোকানে বা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে? চারটি এমন টিপস জেনে নিন, যা আপনার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে মুহূর্তে তা ঠিক করতে পারে।

1) ফোনটা রিস্টার্ট বা রিবুট করে নিন

আদৌ ফোনের ব্যাটারি ঠিক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত না হলে ফোনটা রিস্টার্ট করুন। 30 সেকেন্ডের জন্য পাওয়ার বাটনটিকে হোল্ড করে রাখুন, যতক্ষণ না ডিভাইসটি রিস্টার্ট হচ্ছে। প্রয়োজনে স্ক্রিনে ট্যাপ করে রিস্টার্ট করুন। এর ফলে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হতে পারে এবং আপনার ফোনের ব্যাটারি ফ্রেশ ভাবে স্টার্ট হতে পারে।

2) অ্যান্ড্রয়েড আপডেট চেক করুন

সেরার সেরা পারফরম্যান্স এবং ব্যাটারি জীবন পেতে ফোনের সফটওয়্যার আপডেটেড রাখুন। তার জন্য সেটিংস অপশনে গিয়ে সিস্টেম থেকে সিস্টেম আপডেটে চলে যান। এবারে অন-স্ক্রিন পরামর্শগুলি এক-এক করে মেনে চলুন এবং নিশ্চিত করুন যে, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটেড। এর ফলে ব্যাটারি আরও কার্যকর হতে পারে।

3) অ্যাপ আপডেটও খতিয়ে দেখে নিন

অনেক সময় আপনার ফোনে ব্যাটারি খারাপ হওয়ার মূলে থাকে কিছু অ্যাপ, যেগুলি অহেতুক ব্যাটারি ব্যবহার করে। তাই, গুগল প্লে স্টোরে গিয়ে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস’ অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘আপডেটস অ্যাভেলেবল’ অপশনে ট্যাপ করে যে-যে অ্যাপের আপডেট প্রয়োজন সেগুলিকে করে নিন। ডেভেলপাররা ফোনের পারফরম্যান্স ভাল করা, বাগ ফিক্স করা এবং ব্যাটারি বুস্ট করার তাগিদে আপডেট রিলিজ় করে বিভিন্ন সময়ে।

4) ফ্যাক্টরি সেটিংসে রিসেট করুন

এসবের কিছুতেই যদি কাজ না করে, তাহলে ফোনটাকে ফ্রেশ করে একবারে নতুন ভাবে শুরু করতে পারেন। তার জন্য ফ্যাক্টরি ডেটা রিসেট করতে হবে। তাতে ফোনের সমস্ত অ্যাপের ডেটা মুছে যাবে। তবে তার আগে আপনাকে জরুরি ডেটার ব্যাকআপ নিয়ে রাখতে হবে। আপনি তৈরি হলেই ফোনের সেটিংস থেকে রিসেট করে নিন।