Mobile Charging Tips: ব্যাটারি শেষ হয়েছে বলে ল্যাপটপ থেকে ফোনে চার্জ দেন? মোবাইলের বারোটা নিজের হাতেই বাজাচ্ছেন!
পাওয়ার ব্যাঙ্কের চল আজকাল কমেছে। অনেকে আচমকা মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে হাতের সামনে থাকা ল্যাপটপেই ফোনে চার্জ করিয়ে নেন। যদি একবার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তা হলে অন্যকিছু মাথায় থাকে না।

অনেক সময় মোবাইলের যত্ন বেশ খানিকটা নির্ভর করে কীভাবে চার্জ দিচ্ছেন সেটির উপর। রোজকার কর্মব্যস্ত জীবনে অনেকে সবসময় মোবাইলের চার্জার নিয়ে বাইরে বেরোয় না। যার ফলে কেউ কেউ কাজের জায়গায় ল্যাপটপ থেকে মোবাইল ফোনে চার্জ করেন। তাতে ফোনের ব্যাটারি তো ফুল হয়ে যায়, কিন্তু আদতে মোবাইলের যা হাল হচ্ছে, তা ভাবলে চমকে যেতে পারেন।
পাওয়ার ব্যাঙ্কের চল আজকাল কমেছে। অনেকে আচমকা মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে হাতের সামনে থাকা ল্যাপটপেই ফোনে চার্জ করিয়ে নেন। যদি একবার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তা হলে অন্যকিছু মাথায় থাকে না। সেই সময় মনে হয় ফোনে চার্জ হয়ে গেলেই হল। অনেকে অ্যাডাপ্টার নিয়ে যাতায়াত করেন না। অফিস পৌঁছে বা কাজের মাঝে চার্জ শেষ হয়ে গেলে তারা মাঝে মাঝে ল্যাপটপ থেকেই মোবাইলে চার্জ করেন। এক-দু’বার এমনটা করলে সমস্যা নেই। কিন্তু এই কাজ নিয়মিত করা মোটেও ঠিক নয়। ঘনঘন এমনটা করলে ফোনের ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়তে পারে।
আসলে কমবেশি সকল ল্যাপটপে ইউএসবি পোর্ট থাকে। সেই জায়গা থেকে মোবাইল চার্জ করা যায়। ল্যাপটপের ইউএসবি পোর্টের মোবাইল ফোন চার্জ করার ক্ষমতা রয়েছে। কিন্তু ল্যাপটপ থেকে বারবার ফোন চার্জ করলে চার্জের গতি কমে যাবে। ফলে ল্যাপটপের ইউএসবি পোর্ট সাধারণত ফোনের চার্জারের থেকে কম শক্তিশালী হয়। শুধু তাই নয়, আসল চার্জার দিয়ে ফোন চার্জ না করলে ফুল ফোন চার্জ হতে অনেকটা বেশি সময় লাগতে পারে।
ল্যাপটপ দিয়ে মোবাইলে ফোন চার্জ দিলে মাঝে মাঝে মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া ল্যাপটপ থেকে মোবাইল ফোনে ঘন ঘন চার্জ দেওয়া হলে ফোনের ব্যাটারির উপর খুবই খারাপ প্রভাব পড়ে। তাই কেউ যদি নিজের মোবাইল ফোন ভাল রাখতে চান, বেশিদিন ব্যাটারি ঠিক রাখতে চান, তা হলে সঠিক চার্জারে চার্জ দেওয়া উচিত।
