আপনার Jio SIM এখনই eSIM হয়ে যেতে পারে, করে নিন সেটিংসের ছোট্ট এই পরিবর্তন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Mar 18, 2023 | 12:13 AM

Activate Jio eSIM: ইসিম ব্যবহার করতে চাইছেন? আপনি কি Reliance Jio-র কানেকশন ব্যবহার করেন? তাহলে খুব সহজেই আপনার ফিজ়িক্যাল সিমটি eSIM-এ রূপান্তরিত হতে পারে। Jio ব্যবহারকারীরা খুব সহজে এই কাজটা কীভাবে করবেন, তা এখনই জেনে নিন।

আপনার Jio SIM এখনই eSIM হয়ে যেতে পারে, করে নিন সেটিংসের ছোট্ট এই পরিবর্তন
Jio eSIM ব্যবহারে দারুণ সুবিধা।

eSIM ব্যবহার করবেন বলে ভাবছেন? ফিজ়িক্যাল সিম কি আপনার আর পোষাচ্ছে না? তাহলে জেনে নিন যে, আপনিও eSIM ব্যবহার করতে পারেন। এই ধরনের সিম ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে। ফোনে সিম কার্ড ঢোকানোর পরিবর্তে আপনাকে একটা eSIM জাস্ট এমবেড করে নিতে হবে, তাহলেই ফোন থেকে কল, SMS, ইন্টারনেট সবকিছু করতে পারবেন। কিন্তু কীভাবে আপনি তা করবেন, সেই পদ্ধতিই আমরা আজকে শিখে নেব।

দেশের মূল তিন বেসরকারি টেলিকম সংস্থা Airtel, Jio এবং VI, তাদের কাস্টমারদের ফিজ়িক্যাল সিমের পরিবর্তে সেটিকে eSIM-এ রূপান্তরিত করার সুযোগ দেয়। তবে সব ফোনে কিন্তু eSIM ব্যবহার করা যায় না। সেই সব ফোনেই আপনি eSIM ব্যবহার করতে পারবেন, যেগুলিতে এটি সাপোর্ট করে। এখন আপনার ফোন যদি eSIM সাপোর্টেড হয়, তাহলে তার ফিজ়িক্যাল সিম কার্ডটি কীভাবে eSIM-এ রূপান্তরিত করবেন, সেই পদ্ধতিটি দেখে নেওয়া যাক। কেবল Jio ব্যবহারকারীদের জন্য সেই পদ্ধতিটি ধাপে-ধাপে আমরা দেখাবো।

Jio eSIM কীভাবে সক্রিয় করবেন?

এই খবরটিও পড়ুন

1) প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে, ফোনটা যেন Jio eSIM সাপোর্ট করে। সেটা আপনি জানতে পারবেন Jio ওয়েবসাইট থেকে। সেখানে গিয়ে আপনাকে ছোট্ট একটা টেস্ট করতে হবে।

2) ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনার IMEI এবং EID নম্বর চেক করতে ‘About’-এ ট্যাপ করুন।

3) আপনার সক্রিয় Jio SIM যে অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, সেখান থেকে 199 নম্বরে একটি SMS করতে হবে, যেখানে আপনাকে GETESIM টাইপ করে 32 ডিজিটের EID এবং 15 ডিজিটের IMEI নম্বরটি পাঠাতে হবে।

4) আপনি একটি 19 সংখ্যার eSIM নম্বর এবং আপনার eSIM প্রোফাইল কনফিগারেশনের বিবরণ পাবেন।

5) আর একটি SMS পাঠাতে হবে এবার। 199 নম্বরে আপনাকে SIMCHG লিখে 19 ডিজিটের eSIM নম্বর দিয়ে দিতে হবে।

6) 2 ঘণ্টা পরে eSIM প্রক্রিয়াকরণ সম্পর্কে আপডেট পেয়ে যাবেন।

7) SMS পাওয়ার পর 183 নম্বরে ‘1’ পাঠিয়ে নিশ্চিত করুন।

8) আপনার Jio নম্বরে এবার একটি কল আসবে, যেখানে আপনাকে 19 সংখ্যার eSIM নম্বরটি শেয়ার করতে বলা হবে।

9) এবার আপনি নতুন eSIM নিশ্চিত করার জন্য একটি বার্তা পাবেন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla