70 লাখ মোবাইল নম্বর বাতিল করল সরকার, এই 5 কৌশল না মানলে বিপদে আপনিও
Mobile Numbers Block: ক্রমবর্ধমান প্রতারণার ঘটনাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। কেন্দ্রের তরফে এক ধাক্কায় 70 লাখ মোবাইল নম্বর ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলি আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত।তবে শুধুই মোবাইল নম্বর ব্লক করা নয়। সিম কার্ড বিক্রয় থেকে কেনা পর্যন্ত যেমন কড়া নিয়ম আনা হয়েছে সরকারের তরফে।

দেশে অনলাইন প্রতারণার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অসংখ্য নাগরিক একপ্রকার নিয়ম করে নিত্যদিন এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। বিগত কিছু মাসে আমরা এমন অজস্র ঘটনার কথা জানতে পেরেছি, যেখানে লক্ষ-কোটি টাকা মানুষ খুইয়েছেন অনলাইনে আর্থিক প্রতারণার কবলে পড়ে। ক্রমবর্ধমান প্রতারণার ঘটনাগুলি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। কেন্দ্রের তরফে এক ধাক্কায় 70 লাখ মোবাইল নম্বর ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলি আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত।
তবে শুধুই মোবাইল নম্বর ব্লক করা নয়। সিম কার্ড বিক্রয় থেকে কেনা পর্যন্ত যেমন কড়া নিয়ম আনা হয়েছে সরকারের তরফে। তেমনই আবার জালিয়াতি রোধে সন্দেহজনক মোবাইলের IMEI ব্লক করা এবং সন্দেহজনক হিসেবে চিহ্নিত অ্যাকাউন্টগুলি থেকেও টাকা তোলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, এইসব কিছুর মাধ্যমেই ভবিষ্যতে প্রতারণামূলক কার্যকলাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা।
RBI, TRAI, NPCI এবং IT মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন কেন্দ্রের আর্থিক পরিষেবার সচিব বিবেক জোশী। কম ব্যালান্স থেকে হঠাৎই আর্থিক বৃদ্ধি হয়েছে এমন কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে সরকারের তরফে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, আর্থিক খাতে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্যই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরুরি ওই বৈঠকের পরেই 70 লক্ষ মোবাইল নম্বর ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কীভাবে আপনার মোবাইল নম্বর নিরাপদে রাখবেন?
1) সিম সোয়্যাপিংয়ের খপ্পরে পড়বেন না। প্রতারকরা আপনাকে ফোন করে নতুন নম্বরে সোয়্যাপ করার অনুরোধ করবে। ভুলেও তা মানতে যাবেন না।
2) মেসেজ করে বা ইমেল করে অনেক সময় গ্রাহকের কাছে এমন কিছু পাঠানো হয়, যার নিচে একটি ফিশিং লিঙ্ক জুড়ে দেওয়া হয়। সেই লিঙ্কে ক্লিক করলেই বিরাট সর্বনাশ হতে পারে।
3) মেসেজ আসতে পারে হোয়াটসঅ্যাপেও। সেখানে আপনার বন্ধু বা প্রিয় মানুষের ভেক ধরে কেউ মেসেজ পাঠাতে পারে। ফরোয়ার্ডেড সেই মেসেজেও অনেক সময় ম্যালিশিয়াস লিঙ্ক পাঠিয়ে দেয় প্রতারকরা।
4) ব্যক্তিগত তথ্য অতি অবশ্যই সুরক্ষিত রাখুন। পিন থেকে শুরু করে পাসওয়ার্ড কখনও কারও সঙ্গে ফোনে বা মেসেজে শেয়ার করতে যাবেন না। এমনকি প্রিয়মানুষের সঙ্গেও এই জরুরি এবং অত্যন্ত স্পর্শকাতর তথ্যগুলি শেয়ার করতে যাবেন না।
5) প্রায়শই আপনার অ্যাকাউন্ট মনিটর করুন। ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে মোবাইল বিল এবং অন্যান্য আর্থিক তথ্যগুলিতে নজর রাখুন। সন্দেহজনক কোনও কাজকর্ম আপনার নজরে এলেই রিপোর্ট করুন।
