5G স্মার্টফোন, তাও আবার 15,000 টাকার কমে? তালিকা দেখুন একবার
Affordable 5G Smartphones: 2023 সালের শেষ মাসে এসে একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য কয়েকটি কম দামের 5G ফোন রয়েছে। 5G স্মার্টফোনগুলি আপনি 15,000 টাকার মধ্যেই পাবেন। অর্থাৎ খুব বেশি টাকা খরচ করতে হবে না। তালিকায় আপনি Samsung এবং iQoo-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনও পাবেন। চলুন জেনে নেওয়া যাক।

গোটা একটা বছরে প্রচুর ফোন বাজারে এসেছে। 4G থেকে নিমেষে 5G-তে আপডেট আসতেও দেখা গিয়েছে। আর সেই সঙ্গে লঞ্চ হয়েছে বাজেট ফোন থেকে শুরু করে অনেক দামি ফোনও। তাই যদি এই 2023 সালের শেষ মাসে এসে একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য কয়েকটি কম দামের 5G ফোন রয়েছে। 5G স্মার্টফোনগুলি আপনি 15,000 টাকার মধ্যেই পাবেন। অর্থাৎ খুব বেশি টাকা খরচ করতে হবে না। তালিকায় আপনি Samsung এবং iQoo-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনও পাবেন। চলুন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F 14 5G
এই Samsung ফোনটির দাম 13,990 টাকা। এই ফোনটিতে একটি 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটিতে ইন-হাউস ডেভেলপড Exynos 1330 চিপসেট সাপোর্ট করে। Samsung Galaxy F 14 5G-তে একটি 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে পাওয়ার জন্য একটি 6000mAh ব্যাটারি রয়েছে, এর সঙ্গে কোম্পানি 2 বছরের OS আপডেট এবং 4 বছরের নিরাপত্তা ওয়ারেন্টি দিচ্ছে।
Lava Blaze 5G
Lava-র এই 5G স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। লাভা ব্লেজ 5জি-তে 50MP AI ট্রিপল ক্যামেরা, 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা 90Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
iQOO Z6 Lite 5G
আপনি Amazon থেকে এই IQ ফোনটি 14,499 টাকায় কিনতে পারবেন। এই IQ ফোনটিতে 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে এবং এই ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12-এ চলে। iQOO Z6 Lite 5G-এ একটি FHD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট হল 120Hz৷ এছাড়াও ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি রয়েছে। ফলে আপনাকে বারবার চার্জ দিতে হবে না।
