iPhone 14 Feature: সরাসরি কৃত্রিম উপগ্রহে কানেক্ট করবে আইফোন 14, টেক্সট-ছবি পাঠিয়ে ভয়েস কলও করা যাবে
iPhone 14 Satellite Connectivity: কৃত্রিম উপগ্রহে সংযোগ স্থাপনের মতো আকর্ষণীয় ফিচার দেওয়া হচ্ছে আইফোন 14-তে। সূত্রের খবর, প্রাথমিক ভাবে টেক্সট করা গেলেও পরবর্তীতে ভয়েস কলিং এবং ছবিও তোলা যাবে।
Satellite Connectivity On iPhone 14: অ্যাপলের আসন্ন আইফোন 14 সিরিজ় নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে নানা জল্পনা শোনা গিয়েছে। আর সেই সব জল্পনার অবসান ঘটিয়ে কুপার্টিনোর টেক জায়ান্টটি ঘোষণা করেছে যে, 7 সেপ্টেম্বর অ্যাপলের বহু প্রতীক্ষিত iPhone 14 সিরিজ়ের পর্দা উন্মোচিত হবে। নানা দিক থেকে আকর্ষণীয় হতে চলেছে অ্যাপলের এই আইফোন সিরিজ়। তবে এবার একটি রিপোর্টে যা দাবি করা হয়েছে, তা এর আগে কোনও স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যায়নি। সূত্রের খবর, iPhone 14 সরাসরি স্যাটেলাইট কানেকশন সাপোর্ট করবে। প্রাথমিক ভাবে এই আইফোন 14 পরিষেবাটির মাধ্যমে টেক্সট করা যাবে, পরবর্তীতে ছবি তোলা যাবে এবং ফোন কলও করা যাবে।
A new report says Apple WILL be launching satellite connectivity on iPhone 14 ??
As launch, the service will be limited to brief text messages, with photos and voice calls not supported until later… pic.twitter.com/VIygjyIx3d
— AppleTrack (@appltrack) August 26, 2022
সম্প্রতি ট্যুইটারে এই খবরটি জানিয়েছে অ্যাপল ট্র্যাক, যারা বিভিন্ন অ্যাপল ডিভাইস সম্পর্কে খবর করে। ট্যুইটারে অ্যাপল ট্র্যাক একটি ছবিও শেয়ার করেছে, যাতে iPhone 14-র একটি ডামি ইউনিট দেখা গিয়েছে। আর তার ব্যাকড্রপে রয়েছে মহাকাশের ছবি। অ্যাপল ট্র্যাক এর আগেও আইফোন 14-র নীল, বেগুনি-সহ আরও বিভিন্ন ডামি ইউনিট প্রদর্শন করেছিল।
খবরটি জানিয়ে অ্যাপলের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হচ্ছে, “নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যাপল তার iPhone 14-র জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি লঞ্চ করবে। প্রাথমিক ভাবে পরিষেবাটি কেবল মাত্র টেক্সট করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে ছবি এবং ভয়েস কলিংয়ের সাপোর্টও মিলবে।”
অ্যাপল তার iPhone 14 সিরিজ়ের ফোনগুলির পর্দা উন্মোচন করতে চলেছে ‘Far Out’ শীর্ষক ইভেন্ট থেকে। 8 সেপ্টেম্বর ওই লঞ্চ ইভেন্ট থেকে অ্যাপল তার আইফোন 14 সিরিজ়ের সঙ্গে Watch Series 8-ও লঞ্চ করবে। আইফোন 14 সিরিজ়ের যে ফোনগুলি এই ইভেন্টে লঞ্চ করবে, তার মধ্যে রয়েছে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। আপাতত iPhone 14 Mini লঞ্চের কোনও খবর মেলেনি।
যদিও কোন কোন ডিভাইস সেই দিন লঞ্চ করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি অ্যাপল। কেবল মাত্র দিন, ক্ষণ এবং লঞ্চ ইভেন্টের জায়গাটি সম্পর্কে জানিয়েছে কুপার্টিনোর টেক সংস্থাটি। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ভারতীয় সময় রাত সাড়ে দশটা থেকে iPhone 14 লঞ্চ ইভেন্টটি শুরু হবে। কাস্টমাররা নিজেদের অ্যাপল টিভি অ্যাপ থেকে এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমগ্র লঞ্চ ইভেন্টটি চাক্ষুষ করতে পারবেন।