Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Under 10,000: বাজেট 10 হাজার? তাতেই পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরার এসব স্মার্টফোন

Budget Friendly Smartphone: আপনার বাজেট যদি 10 হাজার টাকা হয়, তাহলে চোখ রাখতে পারেন এই তালিকায়। Moto G14 থেকে POCO C55ও এই তালিকায় রয়েছে। এই স্মার্টফোনগুলির সবচেয়ে বিশেষ জিনিস হল, আপনি এত কম দামেই এতে 50 মেগাপিক্সেল বা তার বেশি ক্যামেরা পাবেন।

Mobile Under 10,000: বাজেট 10 হাজার? তাতেই পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরার এসব স্মার্টফোন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 11:48 AM

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? কিন্তু বাজেট খুব একটা বেশি নেই? এখন বাজেট কম থাকলেও আর চিন্তা করার প্রয়োজন নেই। কারণ বাজারে 10,000 টাকার মধ্যে প্রচুর ভাল ফোন রয়েছে, যাতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। তাই আপনার বাজেট যদি 10 হাজার টাকা হয়, তাহলে চোখ রাখতে পারেন এই তালিকায়। Moto G14 থেকে POCO C55ও এই তালিকায় রয়েছে। এই স্মার্টফোনগুলির সবচেয়ে বিশেষ জিনিস হল, আপনি এত কম দামেই এতে 50 মেগাপিক্সেল বা তার বেশি ক্যামেরা পাবেন। অর্থাৎ ফটো, ভিডিয়ো তুলতে পছন্দ করলে আপনি এর মধ্যে থেকেই একটি কিনে নিতে পারেন।

POCO C55 কিনতে পারেন-

POCO C55 একটি MediaTek Helio G85 SoC সহ 4GB/6GB RAM এবং 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। যাতে আপনি দুর্দান্ত ফটো-ভিডিয়োর ক্যাপচার করতে পারবেন। ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 10W এ চার্জ করা যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন 9,499 টাকা দামের এই ফোনটিতে আপনি দুর্দান্ত সব ফিচার পাবেন।

iTel P55-এর দাম ও ফিচার-

iTel P55 একটি 5G স্মার্টফোন। ফোনটিকে অনেকটা অ্যাপেল আইফোনের মতো দেখতে। তাই মানুষের কাছে এটি খুব জনপ্রিয় একটি ফোন। এই ফোনে একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, ফোনটি MediaTek Dimension 6080 SoC চিপসেট দিয়ে সজ্জিত। এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি ভাল ছবি তুলতে পারবেন। আর দিনের আলোয় ভিডিয়োও একদম ঝকঝকে ওঠে। এতে আপনি 5,000mAh ব্যাটারি পাবেন। এবার আসা যাক দামের কথায়, আপনি এটি Amazon-এ 26 শতাংশ ছাড়ে মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। এতে আপনি একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এছাড়াও সেলফির জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Moto G14-এর দাম ও ফিচার-

Moto G14 ফোনটিতে ফটো-ভিডিয়োর জন্য ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল। এর ফ্রন্ট ক্যামেরার কথা বললে এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির দাম আপনার বাজেটের মধ্যে, আপনি এটি Amazon থেকে মাত্র 8,499 টাকায় কিনতে পারবেন।