JioPhone Next: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ভারতে আসছে জিওফোন নেক্সট

JioPhone Next: কত দাম হতে পারে জিওফোন নেক্সটের? কী কী ফিচারই বা থাকতে পারে? দেখে নিন জিওর আসন্ন স্মার্টফোনের খুঁটিনাটি।

JioPhone Next: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ভারতে আসছে জিওফোন নেক্সট
এই ফোনের বিক্রি ভারতে শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 11:04 PM

১০ সেপ্টেম্বর অর্থাৎ গণেশ চতুর্থীর দিন লঞ্চ হতে চলেছে জিওফোন নেক্সট। রিলায়েন্স জিও এবং গুগল সংস্থা এই দুই কোম্পানি একত্রিত হয়ে জিওফোন নেক্সট নির্মাণ করেছে। ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ স্মার্টফোন হতে চলেছে জিওফোন নেক্সট, তেমনটাই দাবি সংস্থার। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৪তম এজিএম (অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছিল গত জুন মাসে। তখনই এই ফোনের কথা ঘোষণা করেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি।

জিওফোন নেক্সটের কথা ঘোষণা করার পরই রিলায়েন্স সংগঠনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছিলেন, শুধু ভারত নয় সারা বিশ্বের ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ স্মার্টফোন হতে চলেছে জিওফোন নেক্সট। অর্থাৎ এই ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। প্রথম থেকেই শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনের দাম চার হাজার টাকারও কম হবে। সম্প্রতি একটি নতুন সূত্রে শোনা গিয়েছে, জিওফোন নেক্সটের দাম হতে পারে ৩৪৯৯ টাকা।

রিলায়েন্স সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ফোন লঞ্চের কথা ঘোষণার দিন অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৪তম এজিএম (অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা)- এর ভার্চুয়াল ইভেন্টে বলেছিলেন, ভারতে এখনও প্রায় ৩০০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী রয়েছেন যাঁরা ২জি পরিষেবার ফোন ব্যবহার করেন। কারণ একদম সাধারণ ৪জি স্মার্টফোনের দামও বেশিরভাগ লোকের পক্ষের দেওয়া সম্ভব হয় না। আর ঠিক এই কারণে একসঙ্গে প্রচুর পরিমাণ ইউজারকে ২জি থেকে ৪জি পরিষেবায় আনার জন্য গুগলের সঙ্গে যুক্ত হয়ে জিওফোন নেকস্ট তৈরি করা হয়েছে। সকলের সাধ্যের মধ্যেই থাকবে এই ফোনের দাম। সেই সঙ্গে থাকবে অত্যাধুনিক ফিচারও। আগামী দিনের বিশ্বের বিভিন্ন প্রান্তে জিওফোন নেক্সট লঞ্চের পরিকল্পনা রয়েছে জিওর।

এক নজরে দেখে নেওয়া যাক এ যাবৎ এই ফোন প্রসঙ্গে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে-

  • এই ফোনে একটি সিঙ্গল রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ গো এডিশন।
  • জিওফোন নেক্সটে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকতে পারে।
  • এই ফোনে থাকতে পারে Qualcomm QM215 প্রসেসর।
  • ২ জিবি বা ৩ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে জিওফোন নেক্সট। এর সঙ্গে ১৬ জিবি বা ৩২ জিবির eMMC ৪.৫ ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
  • জিওফোন নেক্সটে ফোনের পিছনের অংশে অর্থাৎ ব্যাক প্যানেল বা রেয়ার পোরশনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
  • ডুয়াল সিমের স্লট থাকবে জিওফোন নেক্সটে। সেই সঙ্গে 4G VoLTE সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
  • এই ফোনের ব্যাটারি হতে পারে ২৫০০mAh। ডুয়াল সিম সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও এই বাজেট স্মার্টফোনে ব্লুটুথ ভি ৪.২ এবং জিপিএস কানেক্টিভিটি থাকতে পারে। সেই সঙ্গে 1080p ভিডিয়ো রেকর্ডিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
  • গুগল অ্যাসিসট্যান্ট এবং স্ন্যাপচাটের সাপোর্ট থাকতে পারে জিওফোন নেক্সটে।
  • DuoGo এবং Google Camera Go আগে থেকেই ইনস্টল করা থাকবে জিওফোন নেক্সটে।

আরও পড়ুন- Realme 8i: রিয়েলমির এই ৪জি স্মার্টফোন সদ্য লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে