AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple iPhone: একেবারে 10,000 টাকা ছাড়! iPhone 14 কেনার ইচ্ছা থাকলে এখনই দেখুন

iPhone 14: প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে Apple iPhone সবসময়ই এগিয়ে থাকে। iPhone 14 মডেলটিকে Apple সংস্থার প্রিমিয়াম রিসেলার, Imagine Store সহ ই-কমার্স সাইট Flipkart এবং Amazon -এ 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Apple iPhone: একেবারে 10,000 টাকা ছাড়! iPhone 14 কেনার ইচ্ছা থাকলে এখনই দেখুন
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 5:52 PM
Share

Apple iPhone 14 Offer: নতুন বছরে যদি একটি নতুন iPhone কিনতে চান, তাহলে ইচ্ছেপূরণের চাবিকাঠি হতে পারে Imagine Store সহ ই-কমার্স সাইট Flipkart এবং Amazon-এর একটি অফার। প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে Apple iPhone সবসময়ই এগিয়ে থাকে। iPhone 14 মডেলটিকে Apple সংস্থার প্রিমিয়াম রিসেলার, Imagine Store সহ ই-কমার্স সাইট Flipkart এবং Amazon -এ 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 2022-এ টেক জায়ান্ট অ্যাপল তাদের লেটেস্ট iPhone 14 -এর 128 GB স্টোরেজ যুক্ত বেস মডেলকে 79,900 টাকায় লঞ্চ করেছিল। আর Imagine Store-এর অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে iPhone 14 -এর উপর ফ্ল্যাট 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি যদি HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে ধার্য মূল্যের উপর আরও 4,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। যদিও ই-কমার্স সাইটগুলির তুলনায় Imagine Store -এ পুরানো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে অধিক ট্রেড-ইন ভ্যালু অফার করা হচ্ছে।

অন্যদিকে অ্যামাজন (Amazon) থেকেও iPhone 14 মডেলটিকে 73,900 টাকায় কেনা যাবে। এছাড়াও আপনি যদি HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে ধার্য মূল্যের উপর আরও 4,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া, ট্রেড-ইন বিকল্পও থাকছে উপলব্ধ। আবার পুরানো মোবাইল এক্সচেঞ্জ করার ক্ষেত্রেও সর্বাধিক 18,000 টাকা ট্রেড-ইন ভ্যালু অফার করা হচ্ছে।

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) iPhone 14 মডেলটি 6,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। 79,900 টাকার পরিবর্তে মাত্র 73,900 টাকায় বিক্রি করা হচ্ছে। HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 4,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ তিনটি প্ল্যাটফর্মেই HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 4,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

Apple iPhone 14 -এর স্পেসিফিকেশন ও ফিচার:

Apple iPhone 14-এ একটি 6.1-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে রয়েছে। যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস, P3 ওয়াইড কালার গ্যামেট, ডলবি ভিশন এবং HDR টেকনোলজি সাপোর্ট করে। স্টোরেজ হিসাব এতে 6 GB র‌্যাম ও 512 GB পর্যন্ত মেমোরি রয়েছে। ফোনটি ios 16 অপারেটিং সিস্টেমে রান করে। Apple iPhone 14 সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের ওজন 172 গ্রাম। এটি IP68 সার্টিফাইড, ফলে জল ও ধুলো লাগা সত্ত্বেও ডিভাইসটির কোনও ক্ষতি হবে না।

iPhone 14-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল– এফ/1.7 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এতে সেলফির জন্য এফ/1.9 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে।