iQoo Z7 5G: সাড়া জাগিয়ে লঞ্চ হয়ে গেল iQoo Z7 5G স্মার্টফোন, আগেই দেখুন দাম আর ফিচার

iQoo Z7 5G Price: ইলেকট্রনিক কোম্পানি iQoo তাদের নতুন 5G স্মার্টফোন নিয়ে এসেছে। কোম্পানি তার ভারতীয় গ্রাহকদের জন্য iQoo Z7 5G স্মার্টফোন লঞ্চ করেছে।

iQoo Z7 5G: সাড়া জাগিয়ে লঞ্চ হয়ে গেল iQoo Z7 5G স্মার্টফোন, আগেই দেখুন দাম আর ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 3:35 PM

iQoo Z7 5G Features: ইলেকট্রনিক কোম্পানি iQoo তাদের নতুন 5G স্মার্টফোন নিয়ে এসেছে। কোম্পানি তার ভারতীয় গ্রাহকদের জন্য iQoo Z7 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আপনি যদি আপনার পুরনো 4G স্মার্টফোনের আপগ্রেড করে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আপনি এই নতুন 5G ফোনটি কিনতেই পারেন। নতুন ফোনটি সম্পর্কে কোম্পানির দাবি, ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে। তবে কেনার আগে দেখে নেওয়া যাক iQoo Z7 5G-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

কখন এবং কোথায় আপনি এই নতুন স্মার্টফোনটি কিনতে পারবেন?

iQoo Z7 5G-এর প্রথম সেল 21 মার্চ থেকেই শুরু হচ্ছে। ফোনটি কিনতে চাইলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon এবং কোম্পানির iQoo ই-স্টোর থেকে কিনতে পারবেন। ফোনের প্রথম সেল আজ অর্থাৎ 21 মার্চ দুপুর 1 টায় লাইভ হয়েছে।

কোম্পানির এই নতুন ডিভাইস দুটি স্টোরেজ ভ্য়ারিয়েন্টে কেনা যাবে। iQoo Z7 5G-এর বেস ভ্য়ারিয়েন্টটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ আনা হয়েছে। এর দাম রাখা হয়েছে 18,999 টাকা। একই সময়ে, iQoo Z7 5G-এর দ্বিতীয় ভ্য়ারিয়েন্টটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে। এর দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই স্মার্টফোনটি ব্যাঙ্ক অফারে আপনি কম দামে কিনতে পারবেন। ফোনটির বেস মডেলটি 17,499 টাকায় এবং টপ মডেলটি 18,499 টাকায় কেনা যাবে। কেনার আগে ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন।

iQoo Z7 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

কোম্পানিটি এই নতুন ফোনে একটি 6.38-ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে দিয়েছে। এটি octa-core MediaTek Dimensity 920 SoC সহ নতুন একটি 5G ডিভাইস। কোম্পানিটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট সহ iQoo Z7 5G চালু করেছে। ফোনটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, আর পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। iQoo Z7 5G-এ একটি 4,500mAh Li-ion ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে।