Motorola Moto E13: সামনের মাসেই ভারতে আসতে পারে Moto E13, আগেভাগে জেনে নিন দাম আর ফিচার

Moto E13 Smartphones: Motorola সম্প্রতি ইউরোপে তাদের নতুন স্মার্টফোন Moto E13 লঞ্চ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি।

| Edited By: | Updated on: Jan 30, 2023 | 9:45 AM
Motorola সম্প্রতি ইউরোপে তাদের নতুন স্মার্টফোন Moto E13 লঞ্চ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। Moto E সিরিজ হল কোম্পানির এন্ট্রি-লেভেল সিরিজ, যার কারণে এই সিরিজের স্মার্টফোনের দাম সবসময়ই কম।

Motorola সম্প্রতি ইউরোপে তাদের নতুন স্মার্টফোন Moto E13 লঞ্চ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। Moto E সিরিজ হল কোম্পানির এন্ট্রি-লেভেল সিরিজ, যার কারণে এই সিরিজের স্মার্টফোনের দাম সবসময়ই কম।

1 / 6
মিডিয়া রিপোর্টের মাধ্যমে ফোনটি ভারতে লঞ্চের আগেই এর দাম জানা গিয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার ও দাম। Moto E13 স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি স্ক্রিনে  HD + IPS LCD ডিসপ্লে পাওয়া যাবে। এর সঙ্গে, ফোনটির রেজোলিউশন 720 × 1600 পিক্সেল থাকতে পারে।

মিডিয়া রিপোর্টের মাধ্যমে ফোনটি ভারতে লঞ্চের আগেই এর দাম জানা গিয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার ও দাম। Moto E13 স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি স্ক্রিনে HD + IPS LCD ডিসপ্লে পাওয়া যাবে। এর সঙ্গে, ফোনটির রেজোলিউশন 720 × 1600 পিক্সেল থাকতে পারে।

2 / 6
ফোনটিতে 60Hz এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও UniSoC T606 অক্টা কোর প্রসেসর ইনস্টল করে কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করবে। ফোনের ক্যামেরা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে এটি LED ফ্ল্যাশ লাইটের সঙ্গে একটি 13 এমপি ব্যাক ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনে 5 এমপি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ফোনটিতে 60Hz এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও UniSoC T606 অক্টা কোর প্রসেসর ইনস্টল করে কোম্পানি এই ফোনটি ভারতে লঞ্চ করবে। ফোনের ক্যামেরা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে এটি LED ফ্ল্যাশ লাইটের সঙ্গে একটি 13 এমপি ব্যাক ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনে 5 এমপি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

3 / 6
র‌্যাম এবং স্টোরেজ-এর ক্ষেত্রে, মটোরোলা E13 ফোনে 2 জিবি র‌্যাম, 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‌্যাম, 64 জিবি স্টোরেজের মতো 2টি ভেরিয়েন্ট রয়েছে। Moto E13 স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকতে পারে, যা 10W চার্জিং সাপোর্ট পাবে।

র‌্যাম এবং স্টোরেজ-এর ক্ষেত্রে, মটোরোলা E13 ফোনে 2 জিবি র‌্যাম, 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‌্যাম, 64 জিবি স্টোরেজের মতো 2টি ভেরিয়েন্ট রয়েছে। Moto E13 স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকতে পারে, যা 10W চার্জিং সাপোর্ট পাবে।

4 / 6
এই ফোনটি Android 13-এর Go Edition-এর সঙ্গে আসবে। এছাড়া এই ফোনটিতে ডুয়াল সিম, 3.5 মিমি অডিয়ো জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই-এর মতো ফিচারও থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনটি Android 13-এর Go Edition-এর সঙ্গে আসবে। এছাড়া এই ফোনটিতে ডুয়াল সিম, 3.5 মিমি অডিয়ো জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই-এর মতো ফিচারও থাকবে বলে আশা করা হচ্ছে।

5 / 6
Moto E13 এর সম্ভাব্য দাম:মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Moto E13-এর ফিচারের পাশাপাশি দামও জানানো হয়েছে। ভারতে ফোনটির দাম 10,000 টাকার কম বলে জানা গিয়েছে।

Moto E13 এর সম্ভাব্য দাম:মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Moto E13-এর ফিচারের পাশাপাশি দামও জানানো হয়েছে। ভারতে ফোনটির দাম 10,000 টাকার কম বলে জানা গিয়েছে।

6 / 6
Follow Us: