Nokia G42 5G ফোনের নতুন 256GB মডেল হাজির, দাম 16,999 টাকা

Nokia G42 5G ফোনের যে 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি নিয়ে আসা হয়েছে, তার দাম 16,999 টাকা। গ্রে, সো পার্পল এবং সো পিঙ্ক এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। 18 অক্টোবর থেকে Nokia-র অফিসিয়াল সাইটে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Nokia G42 5G ফোনের নতুন 256GB মডেল হাজির, দাম 16,999 টাকা
Nokia G42 এবার একটা নতুন ভ্যারিয়েন্ট পেয়ে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 10:29 AM

HMD Global, যারা এই মুহূর্তে Nokia স্মার্টফোন তৈরি করে, তারা বিগত কিছু মাস ধরে দেশে একের পর এক নতুন স্মার্টফোন নিয়ে আসছে। কয়েক দিন আগেই ব্র্যান্ডটি Nokia G42 5G স্মার্টফোন লঞ্চ করেছিল ভারতে। সেই ফোনেরই এবার একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে গেল। Nokia G42 5G ফোনের এবার একটি 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে রয়েছে HD+ ডিসপ্লে এবং পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি কোয়ালকম চিপসেটের সাহায্যে। এই নতুন মডেলের দাম ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।

256GB ভ্যারিয়েন্টের Nokia G42 5G

Nokia G42 5G ফোনের যে 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি নিয়ে আসা হয়েছে, তার দাম 16,999 টাকা। গ্রে, সো পার্পল এবং সো পিঙ্ক এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। 18 অক্টোবর থেকে Nokia-র অফিসিয়াল সাইটে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। HMD Global ঘোষণা করেছে, এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁরা একটি কমপ্লিমেন্টারি 999 টাকার হেডফোন পেয়ে যাবেন।

Nokia G42 5G স্পেসিফিকেশন

Nokia G42 5G ফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 X 1612 পিক্সেল। এই স্ক্রিনটি 90Hz রিফ্রেশ রেট দিতে পারে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে একটি কর্নিং গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই Nokia G42 5G চালিত হবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ প্রসেসরের সাহায্যে। 6GB পর্যন্ত RAM এবং 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট থাকছে ফোনটির। 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। এই ফোনের সঙ্গে 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিওরিটি আপডেট দেওয়া হচ্ছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Nokia G42 5G ফোনে রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Nokia G42 5G ফোনটি IP52 রেটিং প্রাপ্ত। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়ছে এই ফোনে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।