Swiggy বা Zomato-র অর্ডার কতদূর পৌঁছল? LED আলোয় ইঙ্গিত দেবে Nothing Phone (2)
Nothing Phone (2): এই ফোনের গ্লিফ LED সম্পর্কে একটা নতুন তথ্য জানা গেল। নতুন নাথিং ফোনের ব্যবহারকারীরা যখন Swiggy বা Zomato থেকে খাবার অর্ডার করবেন, তখন ফোনের LED গ্লিফ ইন্টারফেসে দেখে নেওয়া যাবে কতদূর পর্যন্ত পৌঁছল সেই অর্ডার। আকর্ষণীয় ফিচার, তাই না?
Nothing Phone (2) নিয়ে বিশ্বের টেকমহলে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে। ফোন লঞ্চের আগে ভক্তদের মনে কোম্পানি ঠিক যতটা উন্মাদনা জাগানোর চেষ্টা করেছিল, ঠিক ততটাই করতে পেরেছে তারা। কখনও ডিজ়াইনের সামান্য অংশটুকু, কখনও আবার নতুন গ্লিফ ইন্টারফেসের এক ঝলক। নতুন Nothing ফোন সম্পর্কে বিস্তারিত কোনও তথ্যই জানায়নি সংস্থাটি। তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় একাধিক টিপস্টার এবং লিকস্টারদের দৌলতে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে আসে। Nothing Phone (2) এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এবার এই ফোনের গ্লিফ LED সম্পর্কে একটা নতুন তথ্য জানা গেল। নতুন নাথিং ফোনের ব্যবহারকারীরা যখন Swiggy বা Zomato থেকে খাবার অর্ডার করবেন, তখন ফোনের LED গ্লিফ ইন্টারফেসে দেখে নেওয়া যাবে কতদূর পর্যন্ত পৌঁছল সেই অর্ডার। আকর্ষণীয় ফিচার, তাই না?
টিপস্টার যোগেশ ব্রার টুইট করে জানিয়েছেন, Nothing OS 2.0-তে Swiggy এবং Zomato-র ইন্টিগ্রেশনও দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অপারেটিং সিস্টেমে ফুড ডেলিভারি অ্যাপের এমনতর ইন্টিগ্রেশন দেওয়া হয়নি। ফিচারটি সর্বপ্রথম দেওয়া হচ্ছে Nothing Phone (2)-এ। এর আগের ফোনে অর্থাৎ Nothing Phone (1) এর গ্লিফ ইন্টারফেসে কেবলই ফোনের কল, মেসেজ সহ অন্যান্য নোটিফিকেশন এলে LED আলো জ্বলে উঠত।
Nothing Phone (1) হল বিশ্বের প্রথম কোনও স্মার্টফোন, যাতে গ্লিফ দেওয়া হয়। ফোনের ক্যামেরা আইল্যান্ডে প্রথম ফোনটিতে একটাই মাত্র গ্লিফ দেওয়া হয়েছে। পরবর্তী মডেল অর্থাৎ Nothing Phone (2)-এর বড় G গ্লিফ ইন্টারফেসটি এখন দুটি ভাগে ভাগ করা হয়েছে। ডিভাইসের ডান দিকে এবং নিচেও সেন্টারে গ্লিফ দেওয়া হচ্ছে। এই গ্লিফগুলি প্যাটার্ন অনুযায়ী ফ্ল্যাশ করতে পারে। পাশাপাশি সেগুলি কন্ট্রোল করার অপশনও থাকছে।
11 জুলাই ভারতে লঞ্চ করছে Nothing Phone (2)। বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গেই ভারতেও ফোনটি সেই দিন লঞ্চ করবে। ইতিমধ্যেই Flipkart এই ফোনের প্রি-অর্ডার অফার করতে লেগেছে। 2,000 টাকা ডিপোজ়িট দিয়েই ফোনটি বুক করতে পারবেন কাস্টমাররা। এই টাকা আবার পরবর্তীতে ফেরতও পাওয়া যাবে। এছাড়া যাঁরা এখনই ফোনটি বুক করবেন তাঁরা Nothing Ear (Stick) সহ কোম্পানির একাধিক অ্যাক্সেসারিজ়ে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। নতুন ফোনটির প্রসেসর থেকে ব্যাটারি আরও একাধিক দিকে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে।