AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

10000 টাকা সস্তা হয়ে গেল OnePlus-এর এই স্মার্টফোন, হুড়োহুড়ি লেগে গেছে ক্রেতাদের

OnePlus 10 Pro Price Cut: 2022 সালের নভেম্বরে প্রথমবার OnePlus 10 Pro-এর দাম কমানো হয়েছিল এবং সেই সময়ে ফোনটি 5,000 টাকা সস্তা হয়েছিল। এবারও ফোনের দাম কমানো হয়েছে 5,000 টাকা। অর্থাৎ এখন এই ফোনটিতে মোট 10,000 টাকা কম হয়েছে।

10000 টাকা সস্তা হয়ে গেল OnePlus-এর এই স্মার্টফোন, হুড়োহুড়ি লেগে গেছে ক্রেতাদের
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 10:05 AM
Share

OnePlus Smartphone Offers: স্মার্টফোন কেনার আগে প্রচুর মানুষ অফার খোঁজেন, যদি একটু কমে যেত, কী ভালই না হত! সেই ইচ্ছাই পূরণ করছে OnePlus। কোম্পানিটি ভারতে তার প্রিমিয়াম OnePlus 10 Pro-এর দাম কমিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার কোম্পানির এই ফোনটির দাম কমল। 2022 সালের নভেম্বরে প্রথমবার OnePlus 10 Pro-এর দাম কমানো হয়েছিল এবং সেই সময়ে ফোনটি 5,000 টাকা সস্তা হয়েছিল। এবারও ফোনের দাম কমানো হয়েছে 5,000 টাকা। অর্থাৎ এখন এই ফোনটিতে মোট 10,000 টাকা কম হয়েছে। অর্থাৎ যে দামে বাজারে আনা হয়েছিল, তার থেকে 10 হাজার টাকা কমে আপনি ফোনটি কিনতে পারবেন।

OnePlus 10 Pro-এর দাম:

OnePlus 10 Pro-এর দাম এখন 56,999 টাকা ( 8GB RAM )। আর 12GB RAM সেটটির দাম 61,999 টাকা রাখা হয়েছে। স্মার্টফোনটি 2022 সালের মার্চ মাসে 66,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, যা এর 8GB-এর দাম। আর এই ফোনের 12 GB ভ্যারিয়েন্ট 71,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।

আপনি এতে আর কী সুবিধা পাবেন?

আপনি যদি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং OneCard ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন, তাহলে 5,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও ফোন কিনলে 6 মাসের ফ্রি স্পটিফাই প্রিমিয়ামও পেয়ে যাবেন। এটি Amazon এবং OnePlus India ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

ফোনের বিশেষত্ব কী?

OnePlus 10 Pro-এ 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটির ডিসপ্লেতে আপনি পাঞ্চ হোল ডিজাইন পাবেন। তাতেই সেলফি ক্যামেরা রয়েছে।

OnePlus 10 Pro একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সোনি লেন্স, একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 8-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus 10 Pro-এ একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

এছাড়াও ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জং সাপোর্ট করে। OnePlus 10 Pro Qualcomm Snapdragon 8 Gen 1 octa-core প্রসেসর রয়েছে। আর ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে OnePlus-এর OxygenOS 12-এ কাজ করে।