AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OPPO A18 এবার নতুন 128GB স্টোরেজে পাওয়া যাবে, দাম মাত্র 11,499 টাকা

OPPO A18 ফোনের নতুন 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা। ফ্লিপকার্ট ও Oppo-র অফিসিয়াল সাইট থেকে এই নতুন ভ্যারিয়েন্টটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এখনই চাইলে আপনি এই ফোন প্রি-অর্ডার করতে পারেন। 25 অক্টোবর থেকে ফোনের শিপিং শুরু হবে। একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য এই ফোনের উপরে থাকছে 1,000 টাকার ডিসকাউন্ট।

OPPO A18 এবার নতুন 128GB স্টোরেজে পাওয়া যাবে, দাম মাত্র 11,499 টাকা
স্টোরেজ নতুন হলেও তার ফিচার্স অপরিবর্তিত থাকছে।
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 12:22 PM
Share

OPPO A18 ভারতে লঞ্চ হয়েছে বেশ কিছু দিন আগেই। বাজেট সেগমেন্টের এই ফোন অল্প সময়ে অত্যন্ত জনপ্রিয়তাও পায়। এবার সেই ফোনেরও একটি নতুন 4GB + 128GB ভ্যারিয়েন্ট লঞ্চ হল ভারতে। ফলে, ফোনটি আর একটু বেশিই স্টোরেজ আপগ্রেডেশন পেয়ে গেল। প্রসঙ্গত, এই ফোন যখন লঞ্চ করা হয়েছিল, তখন তাতে 64GB স্টোরেজ কনফিগারেশন দেওয়া হয়েছিল। OPPO A18 হল এন্ট্রি-লেভেলের একটি ফোন, যাতে 6.56 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, সিকিওরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বেশ বড় একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO A18: দাম ও অন্যান্য তথ্য

OPPO A18 ফোনের নতুন 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা। ফ্লিপকার্ট ও Oppo-র অফিসিয়াল সাইট থেকে এই নতুন ভ্যারিয়েন্টটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এখনই চাইলে আপনি এই ফোন প্রি-অর্ডার করতে পারেন। 25 অক্টোবর থেকে ফোনের শিপিং শুরু হবে। একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য এই ফোনের উপরে থাকছে 1,000 টাকার ডিসকাউন্ট। গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং ব্লু এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ফোনটির 64GB স্টোরেজ মডেলটি ক্রয় করতে আপনাকে মাত্র 9,999 টাকা খরচ করতে হবে।

OPPO A18: ফিচার ও স্পেসিফিকেশন

নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হলেও এই Oppo স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলি অপরিবর্তিত থাকছে। 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকছে ফোনটিতে, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। বেশ বড় ও শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।

পারফরম্যান্সের দিক থেকে OPPO A18 চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সঙ্গে। ফোনটির পিছনে রয়য়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 8MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে একটি 5MP স্ন্যাপার।