Realme C55: 128GB আর 256GB, দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করছে Realme C55, কবে জানেন?

Realme C55 Price: Realme ভারতে তাদের সর্বশেষ স্মার্টফোন Realme C55 লঞ্চ করতে চলেছে। কোম্পানির ভিপি মাধব শেঠ এই Realme ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছেন।

Realme C55: 128GB আর 256GB, দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করছে Realme C55, কবে জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 10:35 AM

Realme C55 Features: চিনা ব্র্য়ান্ড হওয়া সত্বেও ভারতে Realme-এর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। কম দাম থেকে শুরু করে বেশি দামের, বাজারে সব রকমেরই ফোন রয়েছে। আর ইতিমধ্য়েই Realme ভারতে তাদের সর্বশেষ স্মার্টফোন Realme C55 লঞ্চ করতে চলেছে। কোম্পানির ভিপি মাধব শেঠ এই Realme ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছেন। Realme এই ফোনটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। এই ফোনের সব থেকে ভাল ব্য়পার হল, এতে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ক্য়ামেরা ব্য়বহার করা হয়েছে। Cupertino-ভিত্তিক টেক জায়ান্ট গত বছর তার সর্বশেষ iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ এই ফিচারটি চালু করেছিল। চাইনিজ স্মার্টফোন নির্মাতা Realme এখন Realme C55 স্মার্টফোনটিতেও একই ধরনের ফিচার যুক্ত করেছে। তবে চলুন দেখে নেওয়া যাক Realme-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন।

Realme C55 ফোনটি কবে লঞ্চ হবে?

Realme-এর ভিপি মাধব শেঠ টুইটারে নিশ্চিত করেছেন যে, Realme C55 ফোন ভারতে 21 মার্চ দুপুর 12:30 টায় লঞ্চ করা হবে। এই ফোনটি দু’টি কালার ভ্য়ারিয়েন্টে আসতে চলেছে।

Realme C55-এর দাম:

এই Realme ফোনটি ইন্দোনেশিয়ায় 6GB RAM + 128GB স্টোরেজে IDR 2,499,000-এ লঞ্চ করা হয়েছিল। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় 13,300 হবে। যেখানে এর 8GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম ছিল IDR 2,999,000। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় 16,000 টাকা হবে।

realme c55 phone

Realme C55-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

Reality C55 স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চি 392 ppi ডিসপ্লে থাকতে পারে, যা IPS LCD 90 Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে। স্মার্টফোনটিতে 16GB ডাইনামিক র‍্যামও থাকবে। 64MP AI মেন ক্যামেরা সহ লঞ্চ হবে, যা এই সেগমেন্টের সর্বোচ্চ রেজোলিউশন ক্যামেরা হিসাবে ধরা হবে। এটি পোর্ট্রেট মোড এবং নাইট মোড সাপোর্ট করবে। ফোনের সামনে একটি 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি সম্পর্কে কথা বললে, ডিভাইসটিতে একটি 5000 mAh ব্যাটারি থাকতে পারে, যা 33W দ্রুত চার্জের সাপোর্ট সহ আসতে পারে। আপনি মাত্র 29 মিনিটে ডিভাইসটিকে 50% পর্যন্ত চার্জ করতে সক্ষম হবেন।