AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে কি আসছে রেডমি ১০ সিরিজের প্রথম ফোন ‘রেডমি ১০ প্রাইম’? টুইটে তেমনই ইঙ্গিত দিলেন শাওমির আধিকারিক

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১০ প্রাইম। অনুমান রেডমি ১০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১০ প্রাইম।

ভারতে কি আসছে রেডমি ১০ সিরিজের প্রথম ফোন 'রেডমি ১০ প্রাইম'? টুইটে তেমনই ইঙ্গিত দিলেন শাওমির আধিকারিক
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 7:27 AM
Share

রেডমি ১০ প্রাইম, শাওমির এই ফোন হয়তো খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, ভারতেও আসবে এই স্মার্টফোন। সম্প্রতি শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন টুইটারে রেডমি ১০ প্রাইম ফোনের একটি অদ্ভুত টিজার প্রকাশ করেছে। মনু কুমার জৈনের ওই টুইট থেকেই আভাস পাওয়া গিয়েছে যে ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে রেডমি ১০ প্রাইম। শোনা যাচ্ছে, রেডমি ১০ প্রাইম ফোন নাকি আসলে রেডমি ১০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। যদিও এই প্রসঙ্গে সঠিক ভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, নিজের টুইটে কিন্তু মনু কুমার জৈন কিন্তু একবারও রেডমি ১০ প্রাইম ফোনের নাম উল্লেখ করেননি। তবে তাঁর টুইটে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে এই ফোন। উল্লেখ্য, রেডমি ১০ প্রাইম যদি ভারতে লঞ্চ হয়, তাহলে এই ফোন ভারতে লঞ্চ হওয়া রেডমি ১০ সিরিজের প্রথম মডেল হবে।

মনু কুমার জৈনের টুইটে সরাসরি রেডমি ১০ প্রাইম ফোনের নাম উল্লেখ না থাকলেও একগুচ্ছ প্রাইম নম্বর ব্যবহার করা হয়েছে। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরের সঙ্গে সামঞ্জস্য রেখে এইসব প্রাইম নম্বর সাজানো হয়েছে। আর এইসব নম্বর থেকে উদ্ধার হয়েছে যে আসলে এই টুইটে মনু কুমার জৈন লিখেছেন, ‘grand entry of the superstar Redmi’। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে রেডমি ১০ প্রাইম লঞ্চ প্রসঙ্গে আভাস দিয়েছেন শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট। তবে এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ প্রকাশ হয়নি। তাই কবে ভারতে এই ফোন লঞ্চ হতে পারে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে, সম্প্রতি আবার Bluetooth SIG- র লিস্টে রেডমি ১০ প্রাইম ফোনের নাম দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। সেক্ষেত্রে মডেল নম্বর 21061119BI দেখা গিয়েছে। এই ‘I’ অক্ষর রেডমি ১০ প্রাইম ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দিকে ইঙ্গিত করছে বলে মনেই করা হচ্ছে। আশ্চর্যজনক ভাবে রেডমি ১০ ফোনের ক্ষেত্রে যা মডেল নম্বর ছিল, এক্ষেত্রেও তাই রয়েছে। কেবলমাত্র রেডমি ১০ ফোনে মডেল নম্বরের শেষে ‘I’- এর পরিবর্তে ‘G’ ছিল, যা আদতে গ্লোবাল ভ্যারিয়েন্টকে চিহ্নিত করে। তবে রেডমি ১০ প্রাইম আর রেডমি ১০ ফোনের মডেল নম্বরে এত মিল দেখেই মনে করা হচ্ছে যে রেডমি ১০ ফোনের রিব্র্যন্ডেড ভার্সান হিসেবে হয়তো ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১০ প্রাইম ফোন।

যদিও রেডমি ১০ প্রাইম ফোন সত্যিই রেডমি ১০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে একটা ধারণা করা যেতে পারে। সেক্ষেত্রে রেডমি ১০ প্রাইম ফোনে থাকতে পারে-

  • ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
  • এই ফোনে থাকতে পারে MediaTek Helio G88 প্রসেসর।
  • ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে এই ফোনে।
  • রেডমি ১০ প্রাইম ফোনে থাকতে পারে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে সঙ্গে ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে।
  • এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। আর তার সঙ্গে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। সেই সঙ্গে ৯W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্টও থাকতে পারে।

শাওমির তরফে অবশ্য এখনও রেডমি ১০ প্রাইম ফোনের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন- আচমকাই বাতিল হল Motorola Edge 20 ফোনের সেল! স্পষ্ট কারণ জানায়নি সংস্থা