Redmi 13C লঞ্চের আগে 7,200 টাকা সস্তা হয়ে গেল জনপ্রিয় Redmi 12C
Redmi 12C ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। অ্যামাজ়ন এই ফোনের উপরেই সরাসরি 51% ছাড় দিচ্ছে। এই বিরাট অঙ্কের ডিসকাউন্টের পরে ফোনের দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 6,799 টাকা। এছাড়া এই ফোনের 4GB RAM + 128GB এবং 6GB RAM + 128GB স্টোরেজ স্পেসের মডেল দুটির দাম যথাক্রমে 8,299 টাকা এবং 9,299 টাকা।

Redmi 13C ফোনটি ডিসেম্বরেই ভারতের বাজারে হাজির হবে। সেই ফোন লঞ্চের কয়েক প্রহর আগে অনেকটাই সস্তা হল তার পূর্ববর্তী প্রজন্ম তথা Redmi 12C। এক ধাক্কায় এই ফোনের দাম অনেকটাই কমানো হয়েছে। Amazon থেকে এই ফোনের উপরে ক্রেতারা পেয়ে যাবেন 50 শতাংশ ছাড়। আর তার ফলেই Redmi 12C হ্যান্ডসেটটির দাম হয়ে যাচ্ছে 7,000 টাকারও কম। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল Redmi 12C। এটি একটি বাজেট হ্যান্ডসেট হলেও তার ডিজ়াইনে রয়েছে সত্যিকারের চমক, যা বহু কাস্টমারকেই আকৃষ্ট করেছে।
Redmi 12C: কত টাকার ছাড় পাওয়া যাবে
Redmi 12C ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। অ্যামাজ়ন এই ফোনের উপরেই সরাসরি 51% ছাড় দিচ্ছে। এই বিরাট অঙ্কের ডিসকাউন্টের পরে ফোনের দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 6,799 টাকা। এছাড়া এই ফোনের 4GB RAM + 128GB এবং 6GB RAM + 128GB স্টোরেজ স্পেসের মডেল দুটির দাম যথাক্রমে 8,299 টাকা এবং 9,299 টাকা।
Redmi 12C: ফিচার ও স্পেসিফিকেশন
Redmi 12C ফোনে রয়েছে একটি টেক্সচার ব্যাক প্যানেলের রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে।
শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। বাজেট সেগমেন্টের ফোন হলে কী হবে, এতে একটি চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
