AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi 13C-এর 4G আর 5G মডেলের আগমন, দাম মাত্র 7,999 টাকা

Redmi 13C Price: ফোনটিতে একটি 6.74 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে থাকবে। ফোনটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। ফোনটিতে 16GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট রয়েছে। ফোনে Mediatek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। ফোনটিতে একটি 50MP Ai ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Redmi 13C-এর 4G আর 5G মডেলের আগমন, দাম মাত্র 7,999 টাকা
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 7:05 PM
Share

ভারতের বাজারে পা রেখেছে Redmi 13C সিরিজ। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Redmi 13C এবং Redmi 13C 5G লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনের ফিচার প্রায় একই। তবে, একটি ফোন 4G এবং অন্যটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। ফোনটিতে 16GB RAM সহ একটি প্রসেসর এবং ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রারম্ভিক দাম 7,999 টাকা। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন।

Redmi 13C 5G-এর দাম এবং অফার:

Redmi 13C 5G স্মার্টফোন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। যেখানে 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। একই 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা। আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ফোনটি কেনেন, তাহলে 1000 টাকা ছাড় পাবেন। এছাড়াও 1000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। আপনি 999 টাকার মাসিক EMI-এ ফোনটি কিনতে পারবেন। এবার প্রশ্ন হল কবে আপনি এই ফোন কিনতে পারবেন? 16 ডিসেম্বর 2023 দুপুর 12টা থেকে এর বিক্রি শুরু হবে। এটি Mi.com, Amazon এবং Xiaomi স্টোর থেকে কিনে নিতে পারবেন।

Redmi 13C 4G-এর দাম এবং অফার:

4 GB RAM এবং 128 GB স্টোরেজের জন্য Redmi 13C 4G-এর দাম 7,999 টাকা। আর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা। এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,499 টাকা। আপনি 1000 টাকা ছাড়ে ICIC ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোনটি কিনতে পারবেন। ফোনটির বিক্রি শুরু হবে 12 ডিসেম্বর 2023 দুপুর 12টায়। আপনি Mi.com, Amazon এবং Xiaomi রিটেল স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন।

স্পেসিফিকেশন:

ফোনটিতে একটি 6.74 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে থাকবে। ফোনটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। ফোনটিতে 16GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট রয়েছে। ফোনে Mediatek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। ফোনটিতে একটি 50MP Ai ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 18W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

Redmi 13C 5G-এর ফিচার:

ফোনটিতে একটি 6.74 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে 90Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Mediatek Dimensity 6100+ চিপসেট রয়েছে। ফোনটিতে একটি 50MP রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে 18W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।