AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্ধর্ষ Redmi K50i ফোনে 16,500 টাকা ছাড়, Redmi K60 লঞ্চের আগে স্টক খালি করার তোড়জোড়

চলতি বছরের শুরুতেই Redmi K50i ভারতে লঞ্চ করেছিল। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। এখন এই দুই ভ্যারিয়েন্টের দামই ভারতে 2,000 টাকা করে কমানো হয়েছে। ফলে, Redmi K50i-এর দুটি স্টোরেজ মডেলের দাম বর্তমানে 23,999 টাকা ও 26,999 টাকা।

দুর্ধর্ষ Redmi K50i ফোনে 16,500 টাকা ছাড়, Redmi K60 লঞ্চের আগে স্টক খালি করার তোড়জোড়
দামি ফোন এখন অনেকটাই সস্তা।
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 6:52 PM
Share

Redmi K50i Price Cut: চিনা স্মার্টফোন জায়ান্ট Xiaomi ভারতে তার জনপ্রিয় একটি মডেলের দাম কমাল। সেই ফোনের নাম Redmi K50i। তার কারণ সংস্থাটি ভারতে শীঘ্রই Redmi K60 সিরিজ় লঞ্চ করতে চলেছে। আর তারই কয়েক প্রহর আগে Redmi K50i ফোনের দুটি ভ্যারিয়েন্টের দামই কম হতে চলেছে।

Redmi K50i: দাম, অফার এবং ছাড়

চলতি বছরের শুরুতেই Redmi K50i ভারতে লঞ্চ করেছিল। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। তাদের মধ্যে 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা। এখন এই দুই ভ্যারিয়েন্টের দামই ভারতে 2,000 টাকা করে কমানো হয়েছে। ফলে, Redmi K50i-এর দুটি স্টোরেজ মডেলের দাম বর্তমানে 23,999 টাকা ও 26,999 টাকা। এই হ্যান্ডসেটের মোট তিনটি কালার মডেল রয়েছে: স্টিলথ ব্ল্যাক, ফ্যান্টম ব্লু এবং কুইক সিলভার।

এছাড়াও কাস্টমাররা একাধিক ব্যাঙ্কের অফারে ফোনটি অতিরিক্ত ছাড়ে পেয়ে যাবেন। আপনার কাছে যদি IndusInd Bank-এর ক্রেডিট কার্ড থাকে, তাহলে 10% অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। আবার যদি ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আবার পেয়ে যাবেন 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এই সব অফারের পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। আপনার পুরনো ফোন বদলে এই Redmi K50i কিনলে আপনি পেয়ে যাবেন 16,500 টাকা ছাড়।

Redmi K50i: ফিচার ও স্পেসিফিকেশন

Redmi K50i ফোনে রয়েছে 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2460 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং এটি ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর কোটিং। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে MediaTek Dimensity 8100 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB/8GB RAM-এর সঙ্গে।

সফটওয়্যার হিসেবে এই রেডমি ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক Xiaomi-র নিজস্ব MIUI 13 কাস্টম স্কিন। ডাস্ট ও ওয়াটার প্রোটেকশনের জন্য ফোনটি IP53 রেটিং পেয়েছে। এছাড়া Redmi K50i ইক্যুইপ করা রয়েছে IR সেন্সর এবং ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টিরিও স্পিকারের সঙ্গে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Redmi ফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে বড় ও শক্তিশালী একটি 5080mAh ব্যাটারি, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।