Realme UI 3.0 Update: অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ আপডেট পাচ্ছে এই দুই হ্যান্ডসেট, পুরনো ফোন হয়ে যাবে এক্কেবারে নতুন!

Realme GT Master Edition And Realme X7 Max 5G: রিয়েলমির এই দুই স্মার্টফোন পেতে চলেছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ আপডেট। কী কী নতুন ফিচার্স দেখা যাবে, জেনে নিন।

Realme UI 3.0 Update: অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ আপডেট পাচ্ছে এই দুই হ্যান্ডসেট, পুরনো ফোন হয়ে যাবে এক্কেবারে নতুন!
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 7:01 AM

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) আপডেট পাঠাতে শুরু করেছে দুটি ফোনের জন্য – রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৫জি। এই দুই স্মার্টফোনের জন্য লেটেস্ট আপডেটটি যে দুই ইউআই ভার্সন নিয়ে আসছে, সেগুলি হল আরএমএক্স৩৩৬০_১১.সি.০৫ এবং আরএমএক্স৩০৩১_১১.সি.০৭। প্রাথমিক ভাবে সীমিত সংখ্যক কিছু ইউজারের জন্য এই আপডেট রোলআউট করছে রিয়েলমি। তবে আগামী আর কয়েক দিনের মধ্যেই সমস্ত রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং রিয়েলমি এক্স৭ ম্যাক্স ৫জি ফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ আপডেট পেয়ে যাবেন বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। রিয়েলমি কমিউটিনিতে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এখন এই আপডেটের ফলে কী কী পরিবর্তন হতে চলেছে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।

নতুন ডিজ়াইন

১) সম্পূর্ণ নতুন ডিজ়াইন চাক্ষুষ করবেন ইউজাররা। সেখানে স্পেসের বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আবার সহজ, পরিষ্কার এবং স্বস্তিদায়ক ভিজ়্যুয়াল এবং ইন্টার‌্যাক্টিভ অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন ইউজাররা।

২) ভিজ়্যুয়াল নয়েজ় কম করতে পেজ লেআউটের বিন্যাসে পরিবর্তন করা হয়েছে। জরুরি তথ্য যাতে আরও নজর কাড়ে, সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন রং ব্যবহৃত হয়েছে। আইকনের টেক্সচার আরও পরিণত করা হচ্ছে নতুন মেটিরিয়াল যোগ করা হয়েছে।

৩) কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন ৩.০ দেওয়া হচ্ছে, যার সাহায্যে যে কোনও অ্যানিমেশন ইউজারের চোখে আরও প্রাণবন্ত হয়ে ধরা দেবে।

৪) অলওয়েজ় অন ডিসপ্লে আরও ক্রিয়েটিভ করা হয়েছে।

সুবিধা ও দক্ষতা

১) ব্যাকগ্রাউন্ড স্ট্রিম মোডে বিভিন্ন অ্যাপ কোনও ভিডিয়োর অডিও চালাতে থাকবে, যখন আপনি সেটিকে ছেড়ে দেবেন বা ফোন লক করবেন।

২) ফ্লেক্সিবেল উইন্ডোজ়ে রিনেম করা হয়েছে ফ্লেক্সড্রপ এবং সেটি অপ্টিমাইজ়ও করা হয়েছে।

৩) বিভিন্ন সাইজ়ের মধ্যে ফ্লোটিং উইন্ডোজ় সুইচ করার প্রক্রিয়াটি অপ্টিমাইজ় করা হয়েছে।

৪) এবার আপনি মাই ফাইলস থেকে কোনও ফাইল বা ফটোজ় অ্যাপ থেকে কোনও ছবি ফ্লোটিং উইন্ডোতে ড্র্যাগ করতে পারবেন।

৫) মেসেজেস অ্যাপে কোনও টেক্সট আরও সহজবোধ্য করার জন্য আপনি কোনও কনভার্সেশনে যে কোনও টেক্সট ডাবল ট্যাপ করতে পারবেন।

৬) আরও ওমোজি ডেকোরেশন আইটেম এবং ফেসিয়াল টাইপ যোগ করতে পারবেন।

সিকিওরিটি ও প্রাইভেসি

১) প্রাইভেসি প্রোটেকশন, পাসওয়ার্ড এবং এমার্জেন্সি কল এবার থেকে ফোন ম্যানেজারেই দেখতে পাবেন।

২) স্প্যাম ব্লক রুল অপ্টিমাইজ করা হয়েছে। এমএমএস মেসেজ ব্লক করার জন্য একটি নিয়ম যোগ করা হয়েছে।

পারফর্ম্যান্স

১) কুইক লঞ্চ নামক একটি ফিচার নিয়ে আসা হয়েছে। কোন অ্যাপ আপনি সবথেকে বেশি ব্যবহার করেন তা ডিটেক্ট করবে এই ফিচার, যাতে আপনি অ্যাপটি খুব তাড়াতাড়ি খুলতে পারেন।

২) আপনার ব্যাটারি ইউসেজ সংক্রান্ত একটি চার্ট ডিসপ্লে করা হবে।

৩) ওয়াই-ফাই, ব্লুটুথ, এয়ারপ্লেন মোড এবং এনএফসি অন করার প্রতিক্রিয়াশীলতা আরও পরিণত রপা হয়েছে।

গেমস

১) ফাইট সিনের ক্ষেত্রে আরও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে এবং সেই সঙ্গেই স্টেবল ফ্রেম রেটও মিলবে।

২) সিপিইউ লোড অ্যাভারেজ কমিয়ে দেবে এবং ব্যাটারি ইউসেজও কম করবে গেম খেলার সময়।

ক্যামেরা

১) এবার আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন, মেনু বারে কোন ক্যামেরা মোড ডিসপ্লে করা হবে এবং কোন অর্ডারে তা ডিসপ্লে করা হবে।

২) রিয়ার ক্যামেরা ব্যবহার করে কোনও ভিডিয়ো শ্যুট করার সময় খুব সহজে জ়ুম স্লাইডার ড্র্যাগ করে জ়ুম ইন বা জ়ুম আউট করতে পারবেন।

সিস্টেম

১) স্বস্তিদায়ক স্ক্রিন রিডিং অভিজ্ঞতা সঞ্চয় করতে অটো ব্রাইটনেস অ্যালগোরিদম অপ্টিমাইজ় করা যাবে।

২) অ্যাক্সিডেন্টাল টাচ কম করতে মিসটাচ প্রিভেনশন অ্যালগোরিদম অপ্টিমাইজ় করা যাবে।

আরও পড়ুন: আগামী কয়েক মাসের মধ্যে ভারতে লঞ্চ হতে চলেছে এই ছয়টি ফোন, দেখুন তালিকা

আরও পড়ুন: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর সমেত নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি

আরও পড়ুন: সস্তায় ভারতে ঝড় তুলতে এল স্যামসাং গ্যালাক্সি এ১৩ এবং গ্যালাক্সি এ২৩, ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন