AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Top 5 Smartphones: গোটা দিন ব্যাটারি ব্যাকআপ চাই? বাজেটের মধ্যে এই 5 স্মার্টফোন কিনলেই কিস্তিমাত

Smartphones Battery: সবসময় চার্জারের (Charger) সঙ্গে ফোন (Phone) সংযুক্ত করে রাখার দিন শেষ। দেখে নিন এই 5টি স্মার্টফোন যেখানে পাবেন দুর্দান্ত ব্যাটারি। একবার চার্জে প্রায় গোটা দিন বা তারও বেশি ব্যাটারি ব্যাকআপ থাকে।

Top 5 Smartphones: গোটা দিন ব্যাটারি ব্যাকআপ চাই? বাজেটের মধ্যে এই 5 স্মার্টফোন কিনলেই কিস্তিমাত
একবার চার্জে প্রায় গোটা দিন ব্যাটারি ব্যাকআপ থাকে।
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 12:25 PM
Share

Best Battery Backup Smartphone: সব সময় ফোন ঘাটেন? বা ভীষণ প্রয়োজনে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে যায়? কিংবা ধরুন কোথাও বেরোচ্ছেন, আর সেই মূহুর্তে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। এবার এই বিরক্তি থেকে মুক্তি পাবেন। সবসময় চার্জারের (Charger) সঙ্গে ফোন (Phone) সংযুক্ত করে রাখার দিন শেষ। দেখে নিন এই 5টি স্মার্টফোন যেখানে পাবেন দুর্দান্ত ব্যাটারি। একবার চার্জে প্রায় গোটা দিন বা তারও বেশি ব্যাটারি ব্যাকআপ থাকে।

1. SAMSUNG GALAXY M32 5G

এই স্মার্টফোনটিতে 5000mAh-এর ব্যাটারি আছে। ফলে একবার চার্জে প্রায় গোটা দিন ব্যাটারি ব্যাকআপ থাকে। স্মার্টফোন কেনার সময় যদি আপনার মাথায় সবার আগে ব্যাটারির চিন্তা আসে তাহলে ফোনটি আপনার জন্য বিশেষ উপযোগী। এছাড়া ফোনটেতে রয়েছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। বাজারে SAMSUNG GALAXY M32 5G ফোনটির দাম 22,989 টাকা।

2. SAMSUNG GALAXY M13

SAMSUNG GALAXY Galaxy M13-এ রয়েছে 6000 mAh-এর সুপার পাওয়ার্ড ব্যাটারি সঙ্গে 15W ইন-বক্স চার্জার, যা গোটা দিন চলবে। ফোনে পারফরম্যান্সের জন্য একটি Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড 2.2GHz। অ্যাপ নেভিগেশন থেকে শুরু করে গেমিং সমস্ত দিক থেকেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে চমৎকার হয়, তা নিশ্চিত করবে এই প্রসেসর। 12GB পর্যন্ত RAM রয়েছে এই ফোনের। তার সঙ্গে আবার রয়েছে RAM Plus নামক আর একটি গুরুত্বপূর্ণ ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী RAM বাড়িয়ে নিতে পারবেন। তবে স্টোরেজ নিয়ে গ্রাহকদের এক ফোঁটাও ভাবতে হবে না। কারণ, এক্সপ্যান্ডেবল স্টোরেজ ফিচারের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। মাত্র 13,690 টাকায় এই ফোনের 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন।

3. OPPO RENO 8 5G

এই স্মার্টফোনটিতে 4500mAh ব্যাটারি আছে। একবার চার্জ দিলে ফোনটি দীর্ঘক্ষণ চলতে পারে। এই ফোনে আছে 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। সুরক্ষার জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস। এই ফোনটি দুটি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ আছে, একটি হল 128 GB এবং আরেকটি হল 25 GB। RAM এর ক্ষেত্রেও দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে, 12 GB এবং 8 GB। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, সঙ্গে মিলবে দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া এই ফোনে আছে MediaTek Dimensity 1300 প্রসেসর। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 29,999 টাকা।

4. ONEPLUS NORD 2T

ONEPLUS NORD 2T-এ 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি আছে। ফলে একবার চার্জে অনেকক্ষন চলতে পারে। এই ফোনটিে MediaTek Dimensity 1300 প্রসেসর রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। সঙ্গে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনের বেস মডেলে রয়েছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির দাম 28,999 টাকা।

5. REALME NARZO 50A

এই ফোনেও রয়েছে 6,000 mAh ব্যাটারি। এছাড়া রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে। ফোনে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের অপশন উপলব্ধ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে দুটি 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটির দাম 12,999 টাকা।