Vivo Y27: এত সস্তায় 12GB ব়্যামের স্মার্টফোন! বাজারে হুড়োহুড়ি ফেলে দিয়েছে Vivo-র এই ফোন
Vivo Y27 Price In India: Vivo Y27-এ একটি 6.64-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Vivo Y27-এ 6 GB RAM সহ MediaTek Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Vivo Y27 Features: ভারতে Vivo একটি নতুন স্মার্টফোন Vivo Y27 লঞ্চ করেছে। এটি কোম্পানির Y সিরিজের স্মার্টফোন। কোম্পানিটি চলতি বছরে একের পর এক ফোন বাজারে এনে চলেছে। আর তাতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। সেই মতোই এই নতুন ফোনটিতে একটি 6.64 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এতে দু’টি 6 GB RAM সাপোর্ট করে। ফোনটিতে মোট 12 GB RAM সাপোর্ট পাওয়া যায়। এছাড়া এতে 44W ফ্ল্যাশ চার্জ ফিচার দেওয়া হয়েছে। তাই আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই নতুন ফোনটি কিনে নিতেই পারেন। তার জন্য আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে না। অথচ ভাল ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, সবটাই পাবেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও ফিচার।
Vivo Y27-এর দাম:
vivo Y27-এর দাম 14,999 টাকা। এই দামে আপনি 6 GB RAM ও 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটি অফলাইন যে কোনও দোকান ছাড়াও Flipkart, Amazon India এবং Vivo-এর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। দু’টি রঙে বাজারে আনা হয়েছে। Vivo Y27 বারগান্ডি ব্ল্যাক এবং গার্ডেন গ্রিন কালারে কিনতে পারবেন।
Vivo Y27-এর স্পেসিফিকেশন ও ফিচার:
Vivo Y27-এ একটি 6.64-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Vivo Y27-এ 6 GB RAM সহ MediaTek Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে Android 13-এর সাপোর্ট পাওয়া যাচ্ছে।
Vivo Y27-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। তার মধ্যে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের। ক্যামেরায় অনেক ফিচারও পেয়ে যাবেন। সুপার নাইট মোড, সুপার নাইট সেলফি মোড রয়েছে। সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটিতে ব্যাটারির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। vivo Y27-এ একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যাতে 44W দ্রুত চার্জিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে 4G, Wi-Fi, ব্লুটুথের মতো ফিচার পাওয়া যাচ্ছে। WiFi, Bluetooth 5.0, GPS, USB OTG এবং USB Type-C পোর্ট রয়েছে। ফোনটির মোট ওজন 190 গ্রাম।