AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar-এর সঙ্গে লিঙ্ক তো করছেন! আপনার PAN Card আদৌ বৈধ কি না, যাচাই করেছেন?

PAN Card Validity Check: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করছেন তো ঠিকই। কিন্তু আপনার প্যান কার্ডটি আদৌ বৈধ কি না, যাচাই করেছেন? সেটা সর্বাগ্রে করুন, তার জন্য টিপস জেনে নিন।

Aadhaar-এর সঙ্গে লিঙ্ক তো করছেন! আপনার PAN Card আদৌ বৈধ কি না, যাচাই করেছেন?
আধারের সঙ্গে লিঙ্কিংয়ের আগে এখন প্যান কার্ডের বৈধতা চেক করা জরুরি।
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 3:44 PM
Share

PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করতেই হবে। এক্কেবারে শেষ পর্যায়ের ডেডলাইন দিয়ে একপ্রকার ওয়ার্নিং দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। পাবলিক অ্যাডভাইসরি অনুযায়ী, 31 মার্চের আগে যাঁরা PAN-Aadhaar লিঙ্ক করাতে পারবেন না, তাঁদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে। এখন আপনার PAN Card যদি বাতিল হয়ে যায়, তাহলে প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর সংক্রান্ত কোনও ফাইন্যান্সিয়াল ট্রান্জ়াকশন করতে পারবেন না। আপনার ইনকাম ট্যাক্সের পেন্ডিং রিটার্নগুলিও পজ় করা হবে। এগজ়েম্পট ক্যাটেগরি (Exempt Category) বাদ দিয়ে দেশের সমস্ত নাগরিকের জন্য PAN-Aadhaar বাধ্যতামূলক। এগজ়েম্পট ক্যাটেগরির মধ্যে পড়ছেন অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের মানুষজন। 1961 সালের আয়কর আইন অনুযায়ী, যে কোনও সময় আশি বছর বা তার বেশি বয়সীরা এ দেশের অনাবাসী।

PAN-Aadhaar লিঙ্কিংয়ের লাস্ট ডেট

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT) জানিয়েছে, PAN Card-এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করার লাস্ট ডেট হল 31 মার্চ, 2023। যে সব নাগরিকরা এখনও পর্যন্ত এই দুই পরিচয়পত্র লিঙ্ক করেননি, তাঁদের ncometax.gov.in/iec/foportal-এ গিয়ে এই সংযুক্তিকরণের কাজটি সম্পন্ন করতে হবে। এবারে ডেডলাইনের মধ্যে কাজটি যাঁরা করাবেন না, তাঁদের লিঙ্কিং প্রক্রিয়াটি পরবর্তীতে জারি রাখার জন্য 1,000 টাকা জরিমানা দিতে হবে। PAN-Aadhaar লিঙ্কিংয়ের প্রক্রিয়াটি যাঁদের অজানা, তাঁরা এই লিঙ্কে ক্লিক করে পদ্ধতিটি শিখে নিতে পারেন।

Aadhaar-এর সঙ্গে লিঙ্ক না করলে PAN Card অকেজো

এই ডেডলাইন অর্থাৎ 31 মার্চ, 2023-এর মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে, আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। যদিও পরবর্তীতে এই ডেডলাইন আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে 31 মার্চ পরবর্তী সময়ে আপনার PAN Card আদৌ বাতিল বা অকেজো হয়ে গেল কি না, তা আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তার জন্য আপনাকে অনলাইনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।

তবে আরও একাধিক দিক থেকে এটা যাচাই করে নেওয়া জরুরি যে, আপনার PAN Card Valid কি না। তার কারণ অনেক সময়ই সরকার ব্যবহারকারীদের PAN Card ডিঅ্যাক্টিভেট করে রাখে, যদি কোনও ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড বরাদ্দ করা হয় বা কেউ ডুপ্লিকেট প্যান কার্ড ব্যবহার করেন। তাই আপনার প্যান কার্ডের বৈধতা চেক করে রাখা খুব জরুরি।

PAN Card বৈধ কি না, অনলাইনে যেভাবে চেক করবেন

* আপনার প্যান কার্ড বৈধ কি না, তা যাচাই করতে আপনাকে যেতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফাইলিং ওয়েবসাইটে- incometaxindiaefiling.gov.in/home।

* ওই সাইটের হোমপেজে গিয়ে পেজের বাঁ দিকে ‘Verify Your PAN Details’ অপশনে ক্লিক করুন।

* PAN Number দিয়ে দিন।

* PAN কার্ডে যেমনটা দেওয়া আছে, আপনার সেই নামটা দিয়ে দিন।

* ক্যাপচা কোড দিয়ে এবার ‘Submit’ অপশনে ক্লিক করুন।

* ওয়েবসাইটে একটি মেসেজ ডিসপ্লে করা হবে, যাতে আপনার PAN কার্ডের স্টেটাস দেখানো হবে। সেখান থেকেই আপনি বুঝে যাবেন, আপনার প্যান কার্ডটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়।

PAN Card বৈধ কি না, SMS করে যেভাবে বুঝবেন

* আপনার প্যান কার্ডের বৈধতা চেক করতে পারেন, জাস্ট একটা SMS করে। তার জন্য 567678 বা 56161 এই নম্বর দুটির মধ্যে যে কোনও একটিতে SMS করতে হবে। ফরম্যাটটি হল: NSDL PAN।

* উদাহরণস্বরূপ, আপনার PAN নম্বরটি যদি হল MNOPQ4321R, তাহলে আপনাকে SMS-এ লিখতে হবে NSDL PAN MNOPQ4321R। এই SMSটি পাঠানোর পরেই আপনার কাছে আর একটি SMS-এ তার রিপ্লাই আসে। সেখানেই আপনি জানতে পারবেন আপনার PAN Card-এর স্টেটাস সম্পর্কে, আদৌ তা সক্রিয়া নাকি নিষ্ক্রিয়।

PAN Card-এর বৈধতা চেক করা কেন জরুরি

আপনার প্যান কার্ডের বৈধতা সম্পর্কে জেনে নেওয়া খুব জরুরি। আয়কর আইনের সঙ্গে সম্মতি নিশ্চিত করতে, আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে এবং সর্বোপরি ব্যক্তিগত তথ্যের জালিয়াতি বা অপব্যবহার করতে। সবথেকে বড় বিষয়টা হল, এমন হতেই পারে যে আপনার নামে হয়তো কোনও জালিয়াত একাধিক প্যান কার্ড ইস্যু করে রেখেছে, বা হয়তো অন্য কোনও কারচুপি করে রেখেছে, সেই জন্যই PAN Card-এর বৈধতা চেক করাটা জরুরি।