AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্লোবাল লঞ্চ হয়েছে পোকো এক্স ৩ প্রো- এর, ভারতে আসছে ৩০ মার্চ, কী কী অত্যাধুনিক ফিচার থাকছে এই ফোনে?

ফ্যান্টম ব্ল্যাক, ফ্রস্ট ব্লু এবং মেটাল ব্রোঞ্জ--- এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে পোকো এক্স ৩ প্রো।

গ্লোবাল লঞ্চ হয়েছে পোকো এক্স ৩ প্রো- এর, ভারতে আসছে ৩০ মার্চ, কী কী অত্যাধুনিক ফিচার থাকছে এই ফোনে?
পোকো এক্স ৩ প্রো মডেলে রয়েছে Qualcomm Snapdragon 860 প্রসেসর।
| Updated on: Mar 23, 2021 | 6:03 PM
Share

ইউরোপে লঞ্চ হয়েছে পোক এক্স ৩ প্রো এবং পোকো এফ ৩— এই দু’টি মডেল। ২২ মার্চ গ্লোবাল লঞ্চ হয়েছে পোকোর এই দু’টি নতুন মডেলের। তবে এই মডেলের মধ্যে মাত্র একটিই আপাতত লঞ্চ হবে ভারতে। জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা পোকো এক্স ৩ ফোনের।

পোকো এক্স ৩ প্রো ফোনের বিশেষ বৈশিষ্ট্য-

পোকো এক্স ৩ প্রো মডেলে রয়েছে Qualcomm Snapdragon 860 প্রসেসর। এই ফোনে ৪জি পরিষেবা রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ব্যাক প্যানেলে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

গ্লোবাল মার্কেটে এই মডেলের দাম-

গ্লোবাল লঞ্চের পর দেখা গিয়েছে, পোকো এক্স ৩ প্রো- এর ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২১,৪০০ টাকা। আর ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২৫,৭০০ টাকা।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স ৬০ সিরিজের তিনটি মডেল, সম্ভাব্য দাম কত হতে পারে? জেনে নিন

কোম্পানির তরফে একটি ‘আর্লি বার্ড প্রাইস’ অফার চালু করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ৬জিবি র‍্যামের মডেলের দাম ১৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১৭,১০০ টাকা। আর ৮জিবি র‍্যামের মডেলের দাম ২৪৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২১,৪০০ টাকা। ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই অফার চলবে পোকোর অফিশিয়াল ওয়েবসাইট, ইবে, অ্যামাজন, আলিএক্সপ্রেস, অ্যালেগ্রো, শপি ও অন্যান্য অনলাইন সাইটে।

ফ্যান্টম ব্ল্যাক, ফ্রস্ট ব্লু এবং মেটাল ব্রোঞ্জ— এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে পোকো এক্স ৩ প্রো।

পোকো এক্স ৩ প্রো- এর স্পেসিফিকেশন এবং ফিচার- 

১। এই ফোনে রয়েছে MIUI 12 এবং অ্যানড্রয়েড ১১ ভার্সান। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz। সেই সঙ্গে থাকছে 240Hz টাচ স্যাম্পলিং রেট, গোরিলা গ্লাস ৬ প্রোটেকশন।

২। এই মডেলে রয়েছে 7mm octa-core Qualcomm Snapdragon 860 SoC। এছাড়াও এই ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, যাতে ১টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

৩। এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। সেই সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ডুয়াল (ম্যাক্রো এবং ডেপথ) ২ মেগাপিক্সেল সেনসর। সেলফির জন্য থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই মডেলের ক্যামেরায় রয়েছে dual video, video clones, ultra-wide with night mode, night mode selfie— এইসব ফিচার।

৪। এই ফোনের ব্যাটারি 5,160mAh। তার সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। এক ঘণ্টায় ফোনে ফুল চার্জ হওয়া সম্ভব বলে দাবি করেছে সংস্থা। এর পাশাপাশি তারা এও জানিয়েছে, ১১ ঘণ্টা টানা গেম খেলা যাবে এই ব্যাটারি দিয়ে। এছাড়াও ১১৭ ঘণ্টা শোনা যাবে গান। ১৮ ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক এবং সাড়ে ৬ ঘণ্টা ধরে 1080p ভিডিয়ো রেকর্ডিংয়ের পরিষেবাও রয়েছে এই মডেলে।

৫। পোকো এক্স ৩ প্রো মডেলে রয়েছে ডিয়াল স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। সেই সঙ্গে কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC, IR Blaster এবং একটি হেডফোন জ্যাক। ফোন ব্যবহার পর যাতে গরম না হয়ে যায়, সেজন্য রয়েছে LiquidCool Technology 1.0 Plus।