ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স ৬০ সিরিজের তিনটি মডেল, সম্ভাব্য দাম কত হতে পারে? জেনে নিন
ভিভো এক্স ৫০ সিরিজের ব্যবসায়িক সাফল্যের পর চিনে লঞ্চ হয়েছিল এক্স ৬০ সিরিজ। এবার ভারতের পালা।
এই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৬০ সিরিজ। আগামী ২৫ মার্চ এই সিরিজের তিনটি মডেল লঞ্চ হওয়ার কথা রয়েছে। শোনা গিয়েছে, ভিভো এক্স ৬০ প্রো প্লাস, ভিভো এক্স ৬০ প্রো এবং ভিভো এক্স ৬০— এই তিনটি মডেল লঞ্চ হবে ভারতে। মূলত, ভিভো এক্স ৫০ সিরিজের ব্যবসায়িক সাফল্যের পর চিনে লঞ্চ হয়েছিল এক্স ৬০ সিরিজ। এবার ভারতের পালা।
সম্ভাব্য দাম
ভিভো এক্স ৬০ মডেলের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৯,৯৯০ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪৩,৯৯০ টাকা। মুম্বইয়ের মহেশ টেলিকম সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
অন্যদিকে ভিভো এক্স ৬০ প্রো এবং ভিভো এক্স ৬০ প্রো প্লাস— এই দু’টি মডেলের ক্ষেত্রে ১২ জিবি র্যাম এবং ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৪৯,৯৯০ এবং ৬৯,৯৯০ টাকা।
যদিও ভিভোর তরফে ফোনের দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন- গ্লোবাল লঞ্চ হয়েছে পোকো এক্স ৩ প্রো- এর, ভারতে আসছে ৩০ মার্চ, কী কী অত্যাধুনিক ফিচার থাকছে এই ফোনে?
সম্ভাব্য ফিচার (ভিভো এক্স ৬০ এবং এক্স ৬০ প্রো)
ভিভো এক্স ৬০ এবং এক্স ৬০ প্রো, এই দু’টি মডেলে থাকতে পারে ৬.৫৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেসোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাস এবং কর্নিং গোরিলা গ্লাস ৬— এইসব ফিচার।
এছাড়া থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ১৩ মেগাপিক্সেল টেলিফটো সেনসর (2x)। এছাড়া সেলফি তোলার জন্য থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এই দু’টি ফোনের ব্যাটারি হতে পারে 4200mAh। সেই সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।
তবে এই দুই ফোনের ক্ষেত্রে প্রসেসরের ফারাক থাকতে পারে। ভিভো এক্স ৬০ মডেলে থাকতে পারে Qualcomm Snapdragon 860 SoC। আর ভিভো এক্স ৬০ প্রো মডেলে থাকতে পারে Snapdragon 870 processor।
ভিভো এক্স ৬০ প্রো প্লাস- এর সম্ভাব্য ফিচার
এই মডেলে থাকতে পারে Snapdragon 870 processor। সেই সঙ্গে থাকতে পারে ৬.৫৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেসোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাস এবং কর্নিং গোরিলা গ্লাস ৬— এইসব ফিচার।
ক্যামেরার ক্ষেত্রে অন্যান্য দুই মডেলের থেকে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের টেলফটো ক্যামেরা (2x অপটিক্যাল জুম) এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা (5x অপটিক্যাল জুম)। ফ্রন্ট ক্যামেরায় থাকতে ৩২ মেগাপিক্সেলের মেন লেন্স।
ফোনের ব্যাটারি হতে পারে 4200mAh। সেই সঙ্গে থাকতে পারে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট।