Apple AirPods (3rd Generation): নতুন এয়ারপডস লঞ্চ করেছে অ্যাপেল, ভারতে দাম কত?
এই নতুন এয়ারপডস হল আসলে এয়ারপডস ২- এর সাকসেসর মডেল। ২০১৯ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল এয়ারপডস ২। অর্থাৎ তার দু'বছরেরও বেশি সময় পরে লঞ্চ হল অ্যাপেলের নতুন থার্ড জেনারেশন এয়ারপডস।
অ্যাপেলের নতুন ভার্চুয়াল ইভেন্ট Unleashed- এ লঞ্চ হয়েছে থার্ড জেনারেশন এয়ারপড অর্থাৎ এয়ারপডস ৩। এই নতুন এয়ারপডস হল আসলে এয়ারপডস ২- এর সাকসেসর মডেল। ২০১৯ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল এয়ারপডস ২। অর্থাৎ দু’বছরেরও বেশি সময় পরে লঞ্চ হল অ্যাপেলের নতুন এয়ারপডস। প্রথমবার ২০১৬ সালে লঞ্চ হয়েছিল এয়ারপডস। তার তিন বছর পর লঞ্চ হয়েছিল এয়ারপডস ২।
জানা গিয়েছে, থার্ড জেনারেশন এয়ারপডসের ডিজাইন অনেকটাই এয়ারপডস প্রো- এর মতো। এখানে রয়েছে ছোট সাইজের stem। তার ফলে ভাল ভাবে গ্রিপ করা অর্থাৎ ধরা যাবে এই এয়ারপডস। এছাড়াও নেক্সট জেনারেশন বা থার্ড জেনারেশন এয়ারপডসে রয়েছে একটি ওয়্যারলেস চার্জিং কেস। স্ট্যান্ডার্ড হিসেবেই রয়েছে এই চার্জিং কেস, যার মধ্যে রয়েছে অ্যাপেল সংস্থার নিজস্ব MagSafe চার্জিং প্রযুক্তি সাপোর্ট। অন্যদিকে, থার্ড জেনারেশন এয়ারপডসের পাশাপাশি এই ভার্চুয়াল ইভেন্টে অ্যাপেল মিউজিক ভয়েস সার্ভিস এবং নতুন হোমপড মিনি কালার অপশন, মূলত- নীল, কমলা এবং হলুদ রঙে লঞ্চ হয়েছে।
ভারতে অ্যাপেল এয়ারপডস (থার্ড জেনারেশন)- এর দাম কত?
অ্যাপেলের থার্ড জেনারেশন এয়ারপডসের দাম ভারতে ১৮,৫০০ টাকা। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসের অর্ডার দেওয়া যাবে অ্যাপেল ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে। আর ২৬ অক্টোবর থেকে এই এয়ারপডসের বিক্রি শুরু হবে।
অ্যাপেলের থার্ড জেনারেশন এয়ারপডসের কিছু বৈশিষ্ট্য
- অ্যাপেলের নতুন এয়ারপডস (থার্ড জেনারেশন)- এর ডিজাইন অনেকটাই এয়ারপডস প্রো- এর মতো।
- প্রেশার কন্ট্রোল বা চাপ নিয়ন্ত্রণের জন্য এয়ারপডস প্রো- এর মতো অ্যাপেলের নতুন এয়ারপডসেও রয়েছে একটি ফোর্স সেনসর।
- এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে রয়েছে ‘Hey Siri’ ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার।
- এছাড়াও এয়ারপডস থার্ড জেনারেশনে রয়েছে ডলবি অ্যাটমোস এবং অ্যাপেল মিউজিক সাপোর্ট।
- অ্যাপেলের এই নতুন এয়ারপডসে রয়েছে AAC-ELD codec সাপোর্ট। এর সাহায্যে ফেস-টাইম কলের সময় এইচডি ভয়েস কোয়ালিটি পাবেন ইউজাররা।
- এর পাশাপাশি এই ইয়ারবাডসে রয়েছে Adaptive EQ সাপোর্ট। এই ফিচারের সাহায্যে ইউজারের কানে যেভাবে এয়ারপডস সেট হবে, সেই মতো রিয়েল টাইম সাউন্ট টিউন হবে।
- অ্যাপেলের থার্ড জেনারেশন এয়ারপডসে রয়েছে Spatial audio ফিচার। তার সঙ্গে রয়েছে dynamic head tracking ফিচার। উল্লেখ্য, এই দুই ফিচার এর আগে এয়ারপডস প্রো এবং এয়ারপডস ম্যাক্সে ছিল।
- অ্যাপেলের নতুন এয়ারপডসে রয়েছে একটি স্কিন ডিটেক্ট সেনসর। এর সাহায্যে ইউজার কান থেকে খুলে এয়ারপডস যেখানেই রাখুন না কনে প্লেব্যাক পজ মোডে থাকবে।
- অ্যাপেল এয়ারপডস (থার্ড জেনারেশন)- এ আগের তুলনায় বেশি ব্যাটারি লাইফ রয়েছে বলে দাবি করেছে সংস্থা। এখানে রয়েছে অ্যাপেলের MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। তার সাহায্যে মাত্র ৫ মিনিটে এয়ারপডস এক ঘণ্টা চলার মতো চার্জ হওয়া সম্ভব।
আরও পড়ুন- MacBook Pro (2021): অ্যাপেলের নতুন ম্যাকবুক প্রো লঞ্চ হয়েছে Unleashed ভার্চুয়াল ইভেন্টে