Kolkata Metro: একধাক্কায় কমে যাচ্ছে ৩৬ মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি

Kolkata Metro: ধর্মতলা থেকে হাওড়া ময়দানের রুটের দুটি লাইনে মেট্রো চলাচল করে। একটি সুড়ঙ্গের অভিমুখ পূর্বদিকে। অন্যদিকে পশ্চিমদিকে। কিন্তু, মেট্রোর কাজের জন্য একটি সুড়ঙ্গে সম্পূর্ণ পথে মেট্রো চলাচল করছিল না।

Kolkata Metro: একধাক্কায় কমে যাচ্ছে ৩৬ মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 12:03 AM

কলকাতা: শনিবার থেকে হাওড়া থেকে কমছে মেট্রোর সংখ্যা। বর্তামনে সোমবার থেকে শনিবারের মধ্যে হাওড়া ময়দান থেকে ১৫০টি মেট্রো চলে। শনিবার থেকে ৩৬টি মেট্রো কমে যাচ্ছে বলে জানা যাচ্ছে। মেট্রোর এই লাইনে আপ-ডাউন মিলিয়ে ১১৪টি পরিষেবা চালু থাকবে বলে খবর। মূল পরিবর্তন হাওড়া ময়দান এবং মহাকরণের মাঝে পরিষেবায়। কিন্তু কেন? মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর যে কাজ চলছে তার জন্যই পরিষেবায় খানিক ব্যাঘাত হচ্ছে। তবে অপরিবর্তিত থাকছে রবিরারে সূচি। আগের সূচি মেনেই চলবে মেট্রো। 

প্রসঙ্গত, ধর্মতলা থেকে হাওড়া ময়দানের রুটের দুটি লাইনে মেট্রো চলাচল করে। একটি সুড়ঙ্গের অভিমুখ পূর্বদিকে। অন্যদিকে পশ্চিমদিকে। কিন্তু, মেট্রোর কাজের জন্য একটি সুড়ঙ্গে সম্পূর্ণ পথে মেট্রো চলাচল করছিল না। শুধু হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত পাওয়া যাচ্ছিল মেট্রো পরিষেবা। তবে অন্য সুড়ঙ্গটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। বর্তমানে হাওড়া হাওড়া ময়দান থেকে মহাকরণের মাঝে পরিষেবাতেই কাটছাঁট করা হচ্ছে। 

এই খবরটিও পড়ুন

মেট্রো সূত্রে খবর, পশ্চিমমুখী যে সুড়ঙ্গ রয়েছে সেখান থেকে হাওড়া ময়দান থেকে মহাকরণের দিকে প্রথম মেট্রো ছেড়ে যাবে ৯টা বেজে ৮ মিনিটে। শেষ মেট্রো পাওযা যাবে সন্ধ্যা ৭টটা বেজে ৫৮ মিনিটে। অন্যদিকে উল্টোপথে মহাকরণ থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা বেজে ২০ মিনিটে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টা বেজে ৮ মিনিটে।