Paschim Medinipur: গরুর সঙ্গে যৌন সম্পর্ক করার অভিযোগ, সবংয়ে গ্রেফতার যুবক
Paschim Medinipur: ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র নিন্দা জানাচ্ছেন সকলেই। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবিতেও সরব হয়েছেন। ফুঁসছেন পশুপ্রেমীরাও।
সবং: গরুর সঙ্গে যৌন সম্পর্ক করতে গিয়ে পাকড়াও যুবক। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মোহাড় এলাকায়। ইতিমধ্যেই পুলিশ মতি ঘাটা নামে ৩০ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনার কথা চাউর হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকায়। স্থানীয় বাসিন্দারই ওই যুবকের কাছে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। ধৃত বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হয়।
প্রতিবাদে সরব হয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। তাঁদের স্পষ্ট কথা, এ ধরনের ঘটনা আসলে সামাজিক অবক্ষয়ের উদাহরণ। সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আঘাত করে এ ধরনের ঘটনা। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও উঠেছে।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র নিন্দা জানাচ্ছেন সকলেই। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবিতেও সরব হয়েছেন। ফুঁসছেন পশুপ্রেমীরাও। তাঁদের দাবি, এ ধরনের ঘটনা বন্ধে অবিলম্বে প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার শুরু করতে হবে। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে দিতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি।