মহাকাশ থেকে ওরা নামলে কী হবে! সব ব্যবস্থা করে ফেলল ISRO

ISRO: ২০২৩ সালে রিকভারি ট্রেনিং প্ল্যানের কথা সামনে আসে। সেই ট্রায়ালে নৌসেনা ছাড়াও অংশ নিয়েছিল নেভি ডাইভার, মার্কোস (MARCOS), মেডিক্যাল স্পেশালিস্ট, টেকনিশিয়ান সহ আরও অনেকে।

মহাকাশ থেকে ওরা নামলে কী হবে! সব ব্যবস্থা করে ফেলল ISRO
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 12:00 AM

নয়া দিল্লি: আর খুব বেশি সময় হাতে নেই। ভারতীয় মহাকাশচারীদের মহাকাশ অভিযানের সময় এগিয়ে আসছে। গগনযান মিশনের জন্য সব সর্বোতভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু মহাকাশে গেলেই তো হল না, সেই মহাকাশচারীরা কীভাবে ফিরবেন পৃথিবীতে! তারও প্রস্তুতি নিয়ে ফেলল ইসরো।

গত মঙ্গলবার বেঙ্গালুরুতে রিকভারি ট্রায়াল সেরে ফেলল ইসরো। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে ওই ট্রায়াল করা হয়। একটি জাহাজ ব্যবহার করা হয়েছে ওই ট্রায়ালে। আদতে মহাকাশচারীদের ফেরার ব্যবস্থা খতিয়ে দেখা হল এদিন। যে কোনও মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইসরো সাধারণ এই ক্ষেত্রে জাহাজে রাখা হয় পর্যাপ্ত জল, স্পেশক্রাফট, ল্যান্ডিং ক্রাফট, সেফটি বোট ইত্যাদি। কোথায় সেগুলি থাকবে, কোথায় নামবে ক্রু, সবটাই নির্ধারিত করা হয় এদিন। মহাকাশচারীদের যাতে নামার সময় কোনও অসুবিধা না হয়, যাতে সময় কম লাগে, সেই সব ব্যবস্থা রাখা হয়েছে।

২০২৩ সালে রিকভারি ট্রেনিং প্ল্যানের কথা সামনে আসে। সেই ট্রায়ালে নৌসেনা ছাড়াও অংশ নিয়েছিল নেভি ডাইভার, মার্কোস (MARCOS), মেডিক্যাল স্পেশালিস্ট, টেকনিশিয়ান সহ আরও অনেকে।

সমুদ্রে মাঝে কিংবা বন্দরের কাছে, যে কোনও জায়গায় যাতে নামানো যায়, সেই সব ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।