Fire: বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর আগুন, লিফটের ভিতরেই মৃত্যু শিশু সহ ৬ জনের

Hospital Fire: প্রাথমিকভাবে অনুমান, ইলেকট্রিকাল বোর্ডে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সেখান থেকেই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

Fire: বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর আগুন, লিফটের ভিতরেই মৃত্যু শিশু সহ ৬ জনের
দাউদাউ করে জ্বলছে হাসপাতাল।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 6:23 AM

চেন্নাই:  বেসরকারি হাসপাতালে আগুন। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত আরও কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার রাতে ত্রিচি রোডে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। নিমেষেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও, আগুন থেকে বাঁচানো যায়নি এক শিশু সহ ৬ জনকে।

তামিলনাড়ুর দিন্দিগুলে গতকাল রাত ৮টা নাগাদ আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, ইলেকট্রিকাল বোর্ডে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সেখান থেকেই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে হাসপাতাল। কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হয়ে আসছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও দমকল। একদিকে উদ্ধারকাজ, অন্যদিকে আগুন নেভানোর প্রচেষ্টা শুরু হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে পুলিশ ও দমকলকর্মীরা হাসপাতালের ভিতরে ঢোকে। একটি লিফটের ভিতর সংজ্ঞাহীন অবস্থায় ৬ জনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আরেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে থাকা বাকি রোগীদের নিরাপদে উদ্ধার করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।