AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির boAt Nirvana 525 ANC লঞ্চ হল, দাম মাত্র 2,499 টাকা

boAt Nirvana 525 ANC: এই নেকব্যান্ড হেডফোনের দাম 2,499 টাকা। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি- স্পেস ব্ল্যাক, সেলেস্টিয়াল ব্লু এবং কসমিক গ্রে। boAt-এর তরফ থেকে বলা হয়েছে, এই প্রডাক্টের সঙ্গে এক বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির boAt Nirvana 525 ANC লঞ্চ হল, দাম মাত্র 2,499 টাকা
এসে গেল দুর্দান্ত নেকব্যান্ড।
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 5:28 PM
Share

boAt আবারও একটি চমৎকার নেকব্যান্ড নিয়ে হাজির হল, যার নাম Nirvana 525 ANC। নাম শুনেই বুঝতে পারছেন এই ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এটিই দেশের প্রথম নেকব্যান্ড ইয়ারবাড যার পাওয়ারের দিকটি দেখভাল করছে Dolby Audio। এই নেকব্যান্ড হেডফোনের দাম 2,499 টাকা। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি- স্পেস ব্ল্যাক, সেলেস্টিয়াল ব্লু এবং কসমিক গ্রে। boAt-এর তরফ থেকে বলা হয়েছে, এই প্রডাক্টের সঙ্গে এক বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

Amazon এবং Flipkart দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেই সঙ্গেউ আবার boAt-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে এই নেকব্যান্ড। অন্য দিকে রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলসের মতো অফলাইন স্টোরেও এই boAt Nirvana 525 ANC ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

boAt Nirvana 525 ANC: স্পেসিফিকেশন

মেটালিক অ্যাপিয়ারেন্সের এই boAt Nirvana 525 ANC ইয়ারবাডটি সামগ্রিক ভাবে স্লিক ডিজ়াইনের। 11mm ড্রাইভার রয়েছে, যা শ্রোতার অডিওর ডেপথ ও ক্ল্যারিটি আরও ভাল করতে পারে। হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন রয়েছে, যা 42dB+ পর্যন্ত নয়েজ় রিডাকশন করতে পারে। এছাড়া রয়েছে চারটি মাইক্রো ফোন, যার দুটি ফিডব্যাক এবং অপর দুটি ফিড ফরোয়ার্ড মিকস।

এর পাশাপাশি ডিভাইসটি boAt-এর সিগনেচার সাউন্ড ফিচার করছে একটি গৌণ EQ বিল্ট-ইন ডিভাইস হিসেবে। ইউজাররা ন্যাচেরাল, মুভি বা বোট সিগনেচার সাউন্ডের মতো বিভিন্ন EQ মোডের মধ্যে সুইচ করতে পারবেন। এই নেকব্যান্ডের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল তার অডিও কোয়ালিটি টেলর করা, যা ইউজাররা তাঁদের চাহিদা অনুসারে boAt-এর অ্যাডাপ্টিভ EQ থেকে করতে পারবেন। এই কাজটি আপনি করতে পারবেন boAt Hearables অ্যাপ ডাউনলোড করে।

ইয়ারবাডটি IPX5 ওয়াটার অ্যান্ড সোয়েট রেজ়িস্ট্যান্স রেটিং প্রাপ্ত। ডুয়াল পেয়ারিং এবং Bluetooth v5.2 সাপোর্ট করে সিমলেস কানেক্টিভিটির জন্য। boAt-এর তরফ থেকে দাবি করা হয়েছে ASAP Charge ফাংশনালিটির সাহায্যে ইয়ারবাডটি 10 ঘণ্টার প্লেব্যাক দিতে পারে এবং তার জন্য মাত্র 10 মিনিট চার্জ দিলেই যথেষ্ট।