ভারতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল ফাস্ট্র্যাক (Fastrack Smartwatch)। সংস্থার সেই লেটেস্ট উইয়্যারেবল ডিভাইসের নাম ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স স্মার্টওয়াচ (Fastrack Reflex Vox)। ফাস্ট্র্যাক রিফ্লেক্স লাইনআপে এটিই প্রথম স্মার্টওয়াচ। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চির এইচডি স্ক্রিন, অ্যামাজন অ্যালেক্সার (Amazon Alexa) ইনবিল্ট সাপোর্ট, ১০ দিনের ব্যাটারি লাইফ, মাল্টি-স্পোর্টস মোড এবং ১০০রও বেশি ওয়াচ ফেস। এর পাশাপাশিই আবার এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার, অ্যাক্টিভিটি ট্র্যাকার, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল মনিটর এবং আরও একাধিক ফিচার্স।
দাম ও উপলব্ধতা
ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স স্মার্টওয়াচের দাম ভারতের বাজারে ৬,৯৯৫ টাকা। তবে ইন্ট্রোডাক্টারি অফারে ২,০০০ টাকা ছাড়ে মাত্র ৪,৯৯৫ টাকাতেই উপলব্ধ হতে চলেছে এই হাতঘড়িটি। চারটি কালার মডেল রয়েছে – কার্বন ব্ল্যাক, ব্লেজ়িং ব্লু, শ্যাম্পেন পিঙ্ক এবং ফ্লেমিং রেড। লুক অনুযায়ী কাস্টমাররা সফ্ট সিলিকন ব্যান্ড এক্সচেঞ্জও করে নিতে পারবেন।
দেশের সমস্ত ফাস্ট্র্যাক রিটেল শপ, টাইটান-এর শোরুম এবং ডিলার আউটলেট, শপার্স স্টপ থেকে এই ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন গ্রাহকরা। এদিকে টেক-বিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০-র একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৯ জানুয়ারি থেকে অ্যামাজন এবং ফাস্ট্র্যাক-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টওয়াচ ক্রয় করতে পারবেন ইউজাররা।
স্পেসিফিকেশনস ও ফিচার্স
এই স্মার্টওয়াচে থাকছে রেক্ট্যাঙ্গুলার একটি ১.৬৯ ইঞ্চির এইচডি স্ক্রিন। ইনবিল্ট অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট দেওয়া হয়েছে ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স স্মার্টওয়াচে। ১০০টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে এবং সেই সঙ্গেই আবার মাল্টি-স্পোর্টস মোডও থাকছে।
হার্ট রেট মনিটর, এসপিওটু মনিটর, স্লিপ ট্র্যাকার, অ্যাক্টিভিটি ট্র্যাকার, স্ট্রেস মনিটর এবং মেনস্ট্রুয়াল ট্র্যাকারও অফার করছে ঘড়িটি। এছাড়াও ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স স্মার্টওয়াচের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে, মিউজ়িক প্লেব্যাক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, হাইড্রেশন অ্যালার্ট এবং নোটিফিকেশন অ্যালার্ট। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, একবার চার্জেই ১০ দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে ঘড়িটি।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা এবার অন্য সদস্যদের মেসেজও ডিলিট করতে পারবেন, শীঘ্রই আসছে জরুরি ফিচার
আরও পড়ুন: ফোন মেরামতি থেকে কাছাকাছি সার্ভিস সেন্টার, সব সমস্যার সমাধানে সার্ভিস প্লাস অ্যাপ লঞ্চ করল শাওমি
আরও পড়ুন: টাকা খরচ করে এবার ইনস্টাগ্রাম? ₹৮৫, ₹৪৪০ ও ₹৮৯০-এর সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে জোর চর্চা