WhatsApp Moderation Feature: হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা এবার অন্য সদস্যদের মেসেজও ডিলিট করতে পারবেন, শীঘ্রই আসছে জরুরি ফিচার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 29, 2022 | 4:01 AM

WhatsApp Group Admin Can Delete Other's Message: মডারেশন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে কোনও গ্রুপের অ্যাডমিনরা সেখানকার যে কোনও মেসেজ ডিলিট করতে পারবেন। ফেক নিউজ এবং ক্ষতিকারক মেসেজের রমরমার সময়ে এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Moderation Feature: হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা এবার অন্য সদস্যদের মেসেজও ডিলিট করতে পারবেন, শীঘ্রই আসছে জরুরি ফিচার
প্রতীকী ছবি

Follow Us

একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সেই ফিচারে হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপের দায়িত্ব পুরোপুরি ভাবে অ্যাডমিনের (Group Admin) হাতে চলে যাবে। নতুন ফিচারের মাধ্যমে গ্রুপে যে কোনও ইউজারের মেসেজ ডিলিট করতে পারবেন অ্যাডমিন। পোশাকি ভাষায় এটি বলা হচ্ছে, মডারেশন ফিচার (Moderation Feature)। টেলিগ্রামের মতো ইনস্ট্যান্টে মেসেজিং প্ল্যাটফর্মে সেই শুরুর লগ্ন থেকেই গ্রুপের যে কোনও সদস্যের মেসেজ ডিলিট করতে পারতেন অ্যাডমিনরা। এবার সেই ফিচার হোয়াটসঅ্যাপেও যোগ হতে চলেছে। শীঘ্রই এই মডারেশন ফিচারের ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর ক্ষেত্রে পরবর্তী বিটা ভার্সনেই সেই আপডেটটি পাঠানো হবে বলে জানা গিয়েছে।


হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লুএবিটাইনফো-র তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করে মডারেশন ফিচারটির একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। স্ক্রিনগ্র্যাবটি থেকে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটে একটি ডিলিট করা মেসেজ। তার সঙ্গে একটি প্লেসহোল্ডার রয়েছে, সেখানে লেখা আছে, “এই মেসেজটি ডিলিট করেছেন অ্যাডমিন”। তবে এমনতর ফিচার টেলিগ্রামে থাকলেও, সেখানে কোনও প্লেসহোল্ডার থাকে না এবং মেসেজটি যে অ্যাডমিন কর্তৃক ডিলিটেড হয়েছে,লেখা থাকে না তাও।

গ্রুপ অ্যাডমিনদের হাতে অন্য সদস্য দ্বারা পোস্ট করা যে কোনও মেসেজ ডিলিট করার ফিচার আসলে একটি শক্তিশালী মডারেশন টুল হিসেবে উঠে আসতে চলেছে। বিশেষ করে, ভুয়ো খবর এবং ক্ষতিকারক কন্টেন্টের রমরমার বাজারে গ্রুপের অ্যাডমিন এই ধরনের কোনও মেসেজ ডিলিট করে প্রশ্নচিহ্ন এড়াতে পারবেন। সাম্প্রতিক অতীতে, বম্বে হাইকোর্ট এবং মাদ্রাস হাইকোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর বিষয়বস্তু পোস্টের জন্য অ্যাডমিনকে কাঠগড়ায় তুলতে পারেননি, কারণ সেই অ্যাডমিনের হাতে মেসেজটি ডিলিট করার ক্ষমতাই ছিল না। গত বছরই বম্বে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে, কোনও অ্যাডমিন হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যান্য সদস্যদের কেবল যোগ করাতে বা সরিয়ে দিতে পারেন, কোনও মেসেজ নিয়ন্ত্রণ বা সেন্সর করার ক্ষমতা তাঁদের নেই।

এই ফিচারটি কবে নাগাদ রোল আউট করা হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিনরা কবে থেকে কোনও মেসেজ ডিলিট করতে পারবেন, সে সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। কোনও গ্রুপে কেবল মাত্র সেই সদস্যই কোনও মেসেজ ডিলিট করতে পারেন, যেটি তিনি নিজে পোস্ট করেছেন এবং তা ডিলিট করার জন্য তাঁর কাছে ৪,০৯৬ সেকেন্ড – এক ঘণ্টা, আট মিনিট এবং ১৬ সেকেন্ড সময় থাকে। যদিও অ্যাডমিনদের ক্ষেত্রে এই মেসেজ ডিলিট করার সময়সীমা বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন অপেক্ষা ফিচারটি কবে থেকে গ্রুপ অ্যাডমিনরা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েডে ফের ব্রাটা ম্যালওয়্যারের হানা! ব্যাঙ্কিং তথ্য চুরির পর ফোন থেকে সব কিছু মুছে দিচ্ছে

আরও পড়ুন: দেশে সাইবার অপরাধের ঘটনা কেন বেড়েই চলেছে? সুরক্ষিত থাকার মোক্ষম দাওয়াই জেনে নিন

আরও পড়ুন: টাকা খরচ করে এবার ইনস্টাগ্রাম? ₹৮৫, ₹৪৪০ ও ₹৮৯০-এর সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে জোর চর্চা

Next Article