Smartphone Backup and Reset: অ্যানড্রয়েড ফোনের ব্যাকআপ নেবেন কীভাবে? রিসেটই বা করবেন কোন পদ্ধতিতে… জেনে নিন সহজ কয়েকটি উপায়
How to Backup and Reset Android Smartphone: ফোন আজকাল আমাদের সকলের জীবনেরই গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই ফোন (Android Smartphone) বিক্রির আগে সেখান থেকে ব্যাকআপ নেওয়া এবং ফোন রিসেট করার সহজ পদ্ধতিগুলো জেনে রাখা প্রয়োজন।
পুরনো স্মার্টফোন বিক্রি করবেন ভাবছেন? কিংবা পুরনো অ্যানড্রয়েড ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে ফোন বিক্রি করার বা পরিবর্তন করার আগে দেখে নিন যে কীভাবে ওই অ্যানড্রয়েড ফোনের ব্যাকআপ নেবেন এবং রিসেট করবেন। আজকাল প্রায় সমস্ত ই-কমার্স সংস্থাতেই পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনা যাত। এছাড়া অনলাইন সংস্থায় পুরনো ফোন বিক্রি করাও সম্ভব। কিন্তু যেহেতু ফোন আজকাল আমাদের সকলের জীবনেরই গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই ফোন বিক্রির আগে সেখান থেকে ব্যাকআপ নেওয়া এবং ফোন রিসেট করার সহজ পদ্ধতিগুলো দেখে নিন।
ফোনে থাকা বিভিন্ন অ্যাপের ব্যাকআপ নেওয়ার পদ্ধতি
অ্যানড্রয়েড ফোনের থাকা সমস্ত তথ্য এবং টুলের ব্যাকআপ নেওয়ার অনেক পদ্ধতি রয়েছে। প্রথমে ইউজার নিজের গুগল অ্যাকাউন্টে সবকিছু syncing করতে হবে। এই কাজ করতে হলে প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর অ্যাকাউন্টে গিয়ে আপনার জিমেল আইডি পেতে হবে। সেখানে অ্যাকাউন্ট sync অপশন থাকবে। এবার উপরের দিকে থাকা তিনটি ডটে ক্লিক করলে sync now অপশন পাবেন। এখানে ক্লিক করলে ইউজার নিশ্চিন্ত হতে পারবেন যে বিভিন্ন গুগল অ্যাপ যেমন ক্যালেন্ডার, কনট্যাক্ট এবং অন্যান্য আরও অনেক অ্যাপের তথ্য synced হয়ে যাবে।
এবার যদি আলাদা আলাদা অ্যাপের ডেটা synced করতে চান যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম — আপনার সমস্ত চ্যাট এবং ডেটা ক্লাউডে সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতি যুক্ত অ্যাপের ক্ষেত্রে ইউজারকে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হবে। এক্ষেত্রে Settings/ Chats/ Chat Backup- এই পদ্ধতিতে ব্যাকআপ নিতে হবে। গেমিং বা অন্যান্য অ্যাপের ক্ষেত্রে দেখে নিতে হবে যে ওই অ্যাপের সেটিংসে অফলাইন বা অনলাইনে ব্যাকআপ নেওয়ার সুযোগ রয়েছে কিনা। এই সুযোগ থাকলে তবেই ব্যাকআপ নেওয়া যাবে।
ফাইলের ব্যাকআপ নেওয়ার পদ্ধতি
সবচেয়ে সহজ উপায় হল ফোন কোনও ডেস্কটপে যুক্ত করুন। এবার ইউএসবির মাধ্যমে ফাইল স্থানান্তরের অপশন বেছে নিন। এক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজে ফোল্ডারে থাকা সমস্ত কনটেন্ট কপি করে নিতে হবে। আর তা ডেস্কটপের নতুন ফোল্ডারে রাখতে হবে। ডকুমেন্ট, ডাউনলোড, মুভি, মিউজিক, ছবি— সবই থাকবে এখানে। নতুন ফোনে আবার এই সমস্ত ব্যাকআপ ফিরিয়ে নেওয়া যাবে।
সিম এবং মাইক্রো এসডি কার্ড রিসেট করা
প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। তারপর উপরের সার্চ বারে ‘রিসেট’ লিখে সার্চ করতে হবে। এরপর ইউজারের কাছে রিসেট বা ফ্যাক্টরি রিসেটের অপশন আসবে। সেখানে ক্লিক করলে সরাসরি সেই পেজ ফোনে খুলবে যেখান থেকে ফোন রিসেট করা সম্ভব। এখানে রিসেট বা ডিলিট এভরিথিং অপশনে ক্লিক করতে হবে। কারণ আপনার ফোন যেহেতু অন্য কারও হাতে যাওয়ার আগে সমস্ত ডেটা ডিলিট হওয়া প্রয়োজন। নাহলে বিপদ হতে পারে। তাই সতর্ক হয়ে ডিলিট এভরিথিং অপশনে ক্লিক করতে হবে। ফোন রিসেট হয়ে গেলে তা একদম নতুন ডিভাইস হিসেবে রিস্টার্ট নেবে।