Hide Whatsapp Chats: হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে বা আড়ালে রাখবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

Hide Whatsapp Chats: শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয় নয়, অনেকসময় ব্যক্তিগত চ্যাটও (Personal Chat) আড়ালে রাখতে পছন্দ করেন ইউজাররা। সেক্ষেত্রেও এই আর্কাইভ চ্যাট (Achieve Chat) বা হাইড চ্যাট (Hide Chat) অপশন কাজে লাগে।

Hide Whatsapp Chats: হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে বা আড়ালে রাখবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 3:45 PM

হোয়াটসঅ্যাপের চ্যাট (WhatsApp chats) আড়ালে রাখতে চান? এর জন্য রয়েছে বেশ সহজ কয়েকটি উপায়। আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সের যেকোনও চ্যাট আর্কাইভ (archive WhatsApp chats) করার সুযোগ পাবেন আপনি। অর্থাৎ লুকিয়ে বা আড়ালে (hide WhatsApp chats) রাখা যাবে ওই সমস্ত চ্যাট। যদি নতুন মেসেজ আসে, সেগুলোও ‘হিডেন’ ক্যাটেগরিতেই থাকবে। অনেকসময় অপ্রয়োজনীয় এই ধরনের কথোপকথনের চ্যাট হোয়াটসঅ্যাপের মেলবক্সে সেভ হয়ে থাকে। ফলে ওগুলো আর কোনও কাজে লাগে না। একজন ইউজার যতদিন ইচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট আড়াল করে বা লুকিয়ে রাখতে পারেন। শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয় নয়, অনেকসময় ব্যক্তিগত চ্যাটও আড়ালে রাখতে পছন্দ করেন ইউজাররা। সেক্ষেত্রেও এই আর্কাইভ চ্যাট অপশন কাজে লাগে।

কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হাইড করবেন বা লুকিয়ে, আড়ালে রাখবেন?

১। প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাট হাইড করতে চান, সেটা বেছে নিতে হবে।

২। এই চ্যাট সিলেক্ট করার পর উপরের দিকে তিনটি অপশন দেখাবে- পিন, মাফেল এবং আর্কাইভ। এর মধ্যে থেকে ওই আর্কাইভ অপশন বেছে নিতে হবে।

৩। হোয়াটসঅ্যাপ খুললে উপরের দিকেই ইউজারকে আর্কাইভ চ্যাটের অপশন দেখাবে। তাই ইউজার নিজের ইচ্ছে মতো সেখানে ঢুকে আর্কাইভ করা চ্যাটগুলো দেখতে পাবেন।

৪। আর্কাইভ চ্যাট বা মেসেজ আন-আর্কাইভ করার উপায়ও আছে। এক্ষেত্রেও ওই নির্দিষ্ট চ্যাট সিলেক্ট করে আন=আর্কাইভ অপশন বেছে নিলেই কাজ হবে।

যদি সমস্ত চ্যাট আর্কাইভ করতে যান তাহলে হোয়াটসঅ্যাপ খোলার পরেই মেন চ্যাট পেজের সেটিংসে যেতে হবে। সেখানে মোর অপশনে ক্লিক করতে হবে। তারপর চ্যাটগুলো সিলেক্ট করে চ্যাট হিস্ট্রি পেজে যেতে হবে। সেখানে ইউজারের সমস্ত চ্যাট আর্কাইভ হয়ে যাবে।

কীভাবে ফিরিয়ে আনবেন এই আর্কাইভ হয়ে যাওয়া চ্যাট?

প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলে স্ক্রল ডাউন করে নীচের দিকে নেমে আসুন। সেখানে চ্যাট স্ক্রিনে আর্কাইভড বলে একটি অপশন পাবেব। তার উপর খানিকক্ষণ আঙুল চেপে রাখলে আন-আর্কাইভ আইকন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই আপনার আর্কাইভ হওয়া চ্যাট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আরও পড়ুন- Whatsapp Account Ban: কী কী কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? দেখুন তালিকা

আরও পড়ুন- How To Check Internet Speed: সার্ভিস প্রোভাইডারের প্রতিশ্রুতি মতো সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন? গুগল সার্চেই যাচাই করে নিন

আরও পড়ুন- Google Search History Delete: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এবার শেষ ১৫ মিনিটের গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন, কী ভাবে?